চকোলেট, প্রতীকী ছবি
তিনি পেশায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষিকা। একটি সংস্থার সঙ্গে তিনি যুক্ত। পড়ানো নিয়েই তাঁর কাজ। এক শিশুর জন্মদিনের অনুষ্ঠানের আয়োজন হয়েছিল সম্প্রতি। সেই অনুষ্ঠানে শিশুটিকে এক অতিথি চকোলেট উপহার দেন। বেশ দামি চকোলেট।
ওই শিক্ষিকা সেই চকোলেটের প্যাকেটটি খুলে চকোলেটে কামড় দেওয়ার চেষ্টা করেন। আর তখনই এক ভয়ংকর অভিজ্ঞতার মুখে পড়েন তিনি। তাঁর দাঁতে একটা কিছু শক্ত মত লাগে।
চকোলেটের মধ্যে শক্ত আর কি থাকবে? অনেক সময় ফ্রিজে রাখলে অবশ্য চকোলেট একটু শক্ত লাগে। তিনি ফের কামড় বসান। দ্বিতীয় কামড়টি হয়তো মহিলা একটু জোড়েই দিয়েছিলেন। আর তাতেই তিনি অনুভব করেন খুবই শক্ত কিছু চকোলেটের মধ্যে রয়েছে। যা চকোলেট নয়।
তিনি এরপর কি কামড়েছেন তা ভাল করে দেখতে গিয়ে চমকে ওঠেন। দেখেন ৪ পাটি দাঁতে তিনি কামড় বসিয়েছেন। যা চকোলেটটির বারের মধ্যে ছিল।
ভাল করে দেখার পর তিনি এটাও বুঝতে পারেন যে ওই ৪ পাটি দাঁত মোটেও আসল দাঁত নয়। নকল দাঁত। চকোলেটের মধ্যে দাঁত! কার্যত আঁতকে উঠে এরপর তিনি পদক্ষেপের পথে হাঁটেন।
তিনি জেলার খাদ্য দফতরকে বিষয়টি জানিয়ে অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগের ভিত্তিতে যে দোকান থেকে চকোলেটটি কেনা হয়েছিল সেখানে হাজির হন কর্মকর্তারা। নমুনা পরীক্ষাতেও পাঠান। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের খরগোন জেলায়।
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…