কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে শপিং মল, প্রতীকী ছবি
বাবাকে নিয়ে ছেলে এসেছিলেন সিনেমা দেখতে। এখন তো মলের মধ্যেই মাল্টিপ্লেক্স থাকে। সেখানে একাধিক পর্দায় সিনেমা দেখানো হয়। তারই একটি হলে সিনেমা দেখতে ঢুকতে গিয়ে এক আজব বাধার সম্মুখীন হন বাবা ও ছেলে।
দরজার মুখে তাঁদের পথ আটকান মলের নিরাপত্তারক্ষীরা। সাফ জানিয়ে দেন ধুতি পরে মলে প্রবেশ করা যাবেনা। বৃদ্ধ কৃষক ধুতি পরেই অভ্যস্ত।
তাঁর পরনে থাকা সেই পোশাক যে মলের দরজায় বাধা পাবে তা তিনিও ভাবতে পারেননি। বোঝানোর চেষ্টাতেও ফল হয়নি। মলের দরজা থেকেই ফিরতে হয় পিতাপুত্রকে। তাঁদের অপরাধ ছিল বৃদ্ধের পরনে ছিল ধুতি।
এই ঘটনার পর মলের সামনে কৃষকদের একটি সংগঠন প্রতিবাদে শামিল হয়। ঘটনাটি ইন্টারনেটেও হইচই ফেলে দেয়। মল কর্তৃপক্ষের বিরুদ্ধে আছড়ে পড়তে থাকে ক্ষোভ।
প্রবল ক্ষোভের মুখে মল কর্তৃপক্ষ বিষয়টি নিয়ে ক্ষমা চাওয়ার পথ বেছে নেন। কিন্তু এই ঘটনা সামনে আসার ২ দিনের মাথায় ওই মলের বিরুদ্ধে এবার অন্য অভিযোগ নিয়ে হাজির হয় বেঙ্গালুরু পুরসভা।
বেঙ্গালুরুর জনপ্রিয় জিটি মল-এর বিরুদ্ধে অভিযোগ তারা ১.৮ কোটি টাকার কর বকেয়া ফেলে রেখেছে। এই অভিযোগে মলে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
এখন আগে ওই বকেয়া করের টাকা মেটাতে হবে মল কর্তৃপক্ষকে। তারপর মলটি তার দরজা খুলতে পারবে। ধুতি পরনে থাকায় কাউকে আটকানোর হাতেনাতে সাজা পেয়েছেন মল কর্তৃপক্ষ। এমনই মনে করছেন অনেকে।