National

দেশে মিলল পৃথিবী থেকে হারাতে বসা প্রাণি, হতভম্ব বন দফতরও

অতিবিরল প্রজাতির দলে পড়ে এই প্রাণি। সেই প্রাণি রয়েছে বাংলা লাগোয়া এক গহন জঙ্গলে। যা এতদিনেও কারও জানা ছিলনা। এই প্রথম দেখা মিলল তার।

Published by
News Desk

আন্তর্জাতিক স্তরে অতিবিরল বিলুপ্তপ্রায় প্রজাতির প্রাণির তালিকায় তার নাম রয়েছে। পৃথিবী থেকে হারিয়ে যেতে বসা প্রাণিদের একটি এটি। তার দেখা যে ভারতের জঙ্গলে মিলবে তা প্রাণি বিশেষজ্ঞেরাও ভাবতে পারেননি। তাও আবার পশ্চিমবঙ্গ লাগোয়া জঙ্গলে।

অসমের রাইমোনা জাতীয় উদ্যানের গহন জঙ্গলে দেখা মিলেছে এই প্রাণিটির। বন দফতর এই প্রাণির দেখা পেয়ে একেবারেই হতভম্ব। কারণ এ প্রাণি যে অসমে রয়েছে এটাই কারও জানা ছিলনা। এতদিনেও তার দেখা কেউ পাননি। এই প্রথম তার দেখা মিলল। ফলে উচ্ছ্বসিত সকলেই।

মেনল্যান্ড সেরো নামে এই প্রাণিটি যে ওই জঙ্গলে রয়েছে তা বন দফতর জানতে পেরেছে জঙ্গলের মধ্যে বিভিন্ন অংশে লাগানো গোপন ক্যামেরার ছবিতে।

প্রাণি বিশেষজ্ঞেরা জানাচ্ছেন অতিবিরল প্রজাতির এই প্রাণিটির বাস মূলত ভুটানের জঙ্গলে। এছাড়া চিন, সুমাত্রাতেও এই প্রাণির দেখা মেলে।

বন বিভাগের ধারনা লাগোয়া ভুটানের জঙ্গল থেকেই অসমের জঙ্গলে এসে হাজির হয়েছে এই মেনল্যান্ড সেরোটি। খাবার বা নিশ্চিন্ত আশ্রয়ের খোঁজে প্রাণিটি এসে থাকতে পারে। তবে অসমের জঙ্গলে তার দেখা মেলাটা সকলকেই অবাক করে দিয়েছে।

আপাতত বন বিভাগ চাইছে এই জঙ্গলে মেনল্যান্ড সেরোটি যাতে নিশ্চিন্তে বসবাস করতে পারে সেদিকে নজর রাখতে। বন ছাগল প্রজাতির স্তন্যপায়ী এই প্রাণিটিকে নিশ্চিন্তে বংশবৃদ্ধি করতে দেওয়াও তাদের লক্ষ্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk