National

তাপপ্রবাহে পোড়া শহরে প্রবল বৃষ্টিতে ডুবল বাস, লাইফ জ্যাকেটে উদ্ধার যাত্রীরা

কয়েকদিন আগেই তাপপ্রবাহের ধাক্কায় ৫০ ডিগ্রি পার করে গিয়েছিল শহরের পারদ। সেখানেই এবার বৃষ্টির ধাক্কায় ডুবে গেল বাস। যাত্রী উদ্ধার লাইফ জ্যাকেটে।

Published by
News Desk

আগুনে গরম বললেও কম বলা হয়। গ্রীষ্মে অতি প্রবল গরমে অভ্যস্ত এ শহর এবার যেন সূর্যের অন্য রূপ দেখল। যেমন অচেনা গরমে এবার কলকাতা পুড়েছে, তেমনই এবার অতি প্রবল গরমে পুড়েছে দিল্লি। টানা চলেছে তাপপ্রবাহ। ৪৫ ডিগ্রির ওপর পারদ টানা থেকেছে।

মাঝে তা ৫০ ডিগ্রিও পার করে যায়। এমন গরমে পুড়তে থাকা দিল্লি অবশেষে বৃষ্টি পেয়েছে। গরম থেকে রেহাই দেওয়া বৃষ্টি দিল্লিবাসীর মন ভাল করে দিয়েছে।

কিন্তু তারমধ্যেও কিছু মানুষ প্রাণ বাঁচাতে ঈশ্বরকে ডাকছিলেন। কোদিয়া ব্রিজ আন্ডারপাস সহ দিল্লির বেশ কয়েকটি জায়গা জলের অনেকটাই নিচে চলে যায়। ওই আন্ডারপাসে একটি যাত্রীবোঝাই বাস আটকে পড়ে জলে। বৃষ্টির চোটে জল বাড়তে থাকে। ডুবতে থাকে বাস।

কয়েকজন যাত্রী সাঁতরে সুরক্ষিত স্থানে চলে আসার লড়াই চালান। বাকিরা বাসেই প্রমাদ গুনছিলেন। তাঁদের রক্ষা করতে পুলিশও দড়ি, ক্রেন নিয়ে জলে নেমে পড়ে।

এরমধ্যেই সময় নষ্ট না করে যাত্রীদের এক এক করে লাইফ জ্যাকেট পরিয়ে বৃষ্টির জেরে গভীর জলের পুকুরে পরিণত হওয়া এই আন্ডারপাস থেকে বার করে আনেন উদ্ধারকারীরা।

লাইফ জ্যাকেট পরে জলে ভেসে ভেসে তাঁরা কোনওক্রমে সুরক্ষিত স্থানে এসে পৌঁছন। তাঁদের লাইফ জ্যাকেট পরিয়েও কয়েকজন টেনে দড়ি ধরে নিয়ে নিয়ে আসেন। অতি বৃষ্টির জেরে দিল্লির অনেক অংশই জলের তলায় চলে যায়।

Share
Published by
News Desk