National

চুরি করতে এসে স্বামীস্ত্রীর অন্তরঙ্গ ভিডিও তুলল চোর

এসেছিল চুরি করতে। রাতের অন্ধকারে জিনিসপত্র চুরি করে পালানোর জায়গায় সে স্বামীস্ত্রীকে অন্তরঙ্গ হতে দেখে সেই ভিডিও তুলে ফেলল। তারপর এক কাণ্ড ঘটাল।

Published by
News Desk

রাতের অন্ধকারে সে চুরি করতেই বাড়িতে ঢুকেছিল। ঠিক করেছিল জিনিসপত্র নিয়ে পালাবে। কিন্তু বাড়িতে ঢুকে সে জিনিসপত্র চুরি করা শুরুর আগে একটি ঘরে উঁকি দিয়ে দেখে সে ঘরে থাকা দম্পতি ঘনিষ্ঠ অবস্থায় রয়েছেন। এটা দেখার পর চোর অন্য ফন্দি আঁটে।

স্বামীস্ত্রীর সেই শারীরিক ঘনিষ্ঠতার ছবি তুলে নেওয়া স্থির করে সে। তার কাছে একটা চুরি করা মোবাইল ছিল। তাতেই সে ছবি তোলা শুরু করে দেয়।

সেই মিলনের ভিডিও তুলে নিয়ে সে স্থির করে এ বাড়িতে যে কারণে সে ঢুকেছিল সেই জিনিসপত্র চুরি সে করবেনা। বরং অন্য একটি কাজ করবে।

চুরি না করে বরং ভিডিওটি তুলে সে বাড়ি থেকে বেরিয়ে যায়। তারপর ওই দম্পতির মোবাইলে তার তোলা ছবি পাঠিয়ে দেয় হোয়াটসঅ্যাপ করে। এই ছবি গোপন রাখতে সে ১০ লক্ষ টাকাও দাবি করে।

ছত্তিসগড়ের দুর্গ-এর বাসিন্দা ওই দম্পতি অবশ্য এই ব্ল্যাকমেলে সাড়ে দেননি। বরং পুলিশের দ্বারস্থ হন। পুলিশ তদন্ত শুরু করে খুব সহজেই সাহু নামে ওই চোরকে পাকড়াও করে। কারণ সে হোয়াটসঅ্যাপ করে ছবি পাঠিয়েছিল।

ফলে সেই নম্বরের অবস্থান জানতে পুলিশের সময় লাগেনি। মোবাইলের অবস্থান ধরে খুব সহজেই পুলিশ চোরের কাছে পৌঁছে যায়। গারদের পিছনে জায়গা হয় ২৮ বছর বয়স্ক সাহু-র।

Share
Published by
News Desk