কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে আইসক্রিম, প্রতীকী ছবি
এমন কাণ্ড যে ঘটতে পারে, তাও আবার আইসক্রিম খেতে গিয়ে তা ভাবলেও শিউরে উঠতে পারেন অনেকে। ওই চিকিৎসকেরও তেমনটাই অনুভূতি হয়েছিল। কয়েকটি প্রয়োজনীয় জিনিস অনলাইনে অর্ডার করছিলেন তিনি। তাঁর বোনই অর্ডারটা দিচ্ছিলেন।
চিকিৎসক তাঁর বোনকে বলেন সবকিছুর সঙ্গে আইসক্রিমও অর্ডার করে দিতে। আইসক্রিম অর্ডার মত হাজির হতে তা খেতেও শুরু করেন মুম্বইয়ের চিকিৎসক ব্রেন্ডন সেরাও। বেশ আয়েশ করেই আইসক্রিম খেতে শুরু করেন ব্রেন্ডন।
কিন্তু একটু পরেই তাঁর মুখে একটা অন্য স্পর্শ অনুভূত হয়। আইসক্রিমের মধ্যে এটা আবার কি! তিনি মুখ থেকে তৎক্ষণাৎ সেটি বার করেন। আর বার করার পর তিনি যা দেখেন তা দেখে কার্যত হাড়হিম হয়ে যায় তাঁর।
দেখেন ওটা আর কিছু নয়, একটা মানুষের আঙুলের অংশ। ২ সেন্টিমিটারের মত লম্বা সেই টুকরো দেখে চিকিৎসকের চোখ ভুল করেনি। তিনি দ্রুত সেটিকে একটি আইসপ্যাকে ঢুকিয়ে পুলিশে ফোন করেন। মালাড পুলিশ ঘটনার তদন্তে নামে।
আইসক্রিমের মধ্যে এ বস্তুটি এল কোথা থেকে? এ বিষয়ে জানার জন্য ওই ইউমো আইসক্রিম সংস্থার অফিসে ফোন করেন সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিনিধিরা। কিন্তু তারা ফোন ধরেনি।
এদিকে এখনও সেই ভয়ংকর স্পর্শ ও একটা খারাপ স্বাদের কথা ভুলতে পারছেন না ওই চিকিৎসক। ওই আঙুলের টুকরোটিকে পুলিশ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা