National

৩০০ টাকার গয়না ৬ কোটি টাকায় কিনে মাথায় হাত মহিলার

৩০০ টাকার নকল গয়না ৬ কোটি টাকায় কিনে এখন মাথা চাপড়াচ্ছেন এক মহিলা। সর্বত্র অভিযোগ জানিয়েছেন তিনি। এই কাণ্ড সামনে আসার পর কার্যত ক্ষুব্ধ অনেক ব্যবসায়ী।

Published by
News Desk

ঘটনার সূত্রপাত ২ বছর আগে। একটি সোশ্যাল মিডিয়া মারফত এক মার্কিন মহিলার সঙ্গে আলাপ হয় জয়পুরের এক ব্যবসায়ীর। পরে রাজস্থানের জয়পুরের জহুরি বাজারের ওই ব্যবসায়ীর কাছ থেকে তিনি কিছু গয়না কেনেন। নেহাতই বিশ্বাসে ভর করে সেই গয়না তিনি কেনেন।

যা আদপে ছিল রূপোর ওপর সোনার জল করা নকল গয়না। যার দাম খুব বেশি হলে ৩০০ টাকা। সেই গয়নাই রাজস্থানের ওই ব্যবসায়ী ৬ কোটি টাকার বিনিময়ে তাঁকে বিক্রি করেছে বলে অভিযোগ করেছেন ওই মহিলা।

ওই মহিলা গয়নাগুলি মার্কিন মুলুকে একটি প্রদর্শনীতে তুলে ধরার পর জানতে পারেন সেগুলি আদপেও আসল গয়না নয়। একাধারে লজ্জিত হন ওই মহিলা। সেই সঙ্গে বুঝতে পারেন কীভাবে ঠকতে হয়েছে তাঁকে।

৩০০ টাকার জিনিসের জন্য ৬ কোটি টাকা খরচ করে এভাবে ঠকার পর নিজেকে আর শান্ত রাখতে পারেননি তিনি। সোজা হাজির হন জয়পুরে।

ওই মার্কিন মহিলার অভিযোগ, জয়পুরে গৌরব সোনি নামে ওই ব্যবসায়ীর সঙ্গে দেখা করে বিষয়টি জানালে তাঁর কথার কোনও গুরুত্বই দেয়নি ওই ব্যবসায়ী। কার্যত সব অভিযোগ অস্বীকার করে সে।

মহিলা বুঝতে পারেন এখানে কিছু হওয়ার নয়। তিনি স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেন ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। মার্কিন দূতাবাসের সঙ্গেও যোগাযোগ করে সাহায্য চান। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। তবে অভিযুক্তের নাগাল পায়নি। সে পালিয়েছে। এই ঘটনার কথা কানে যেতে ক্ষুব্ধ স্থানীয় ব্যবসায়ীরা।

Share
Published by
News Desk