National

বন্ধুরা ব্যস্ত গ্রুপফিতে, পাশেই ডুবে গেল ছাত্র

Published by
News Desk

সেলফির পর এবার গ্রুপফির নেশা কেড়ে নিল এক তরতাজা প্রাণ। দোষটা তার নয়। তবে বন্ধুদের নজরও গেল না, তাদের পাশেই জলে ক্রমশ হাবুডুবু খেতেখেতে ডুবে যাচ্ছে তাদেরই এক বন্ধু। তারা তখন ব্যস্ত স্নানের গ্রুপফি তুলতে। এমনই এক মর্মান্তিক ঘটনার সাক্ষী হল বেঙ্গালুরু। আর সেই ভয়ংকর ঘটনার জলজ্যান্ত প্রমাণ দিল একটি গ্রুপফি শট। ওই ছবিতে দেখা যাচ্ছে বন্ধুরা ব্যস্ত হাসি মুখে গ্রুপফি তুলতে। আর তার পিছনেই জলে ডুবে যাচ্ছে ন্যাশনাল কলেজের ছাত্র বিশ্বাস জি। বেঙ্গালুরুর অদূরে কনকপুরার রাভাগোন্দলু বেত্তা এলাকায় তার এনসিসি ক্যাডেটের বন্ধুদের সঙ্গে পিকনিক করতে এসেছিলেন বিশ্বাস জি। সকলে স্নান করতে কাছের একটি পুকুরে নামে। তারপর জলেই শুরু হয়ে যায় সেলফি-গ্রপফি।

এদিকে ১৭ বছরের বিশ্বাস জি-এর জলে ডোবার ঘটনায় তার অভিভাবকদের সমস্ত ক্ষোভ আছড়ে পড়েছে কলেজের এনসিসি প্রশিক্ষকদের ওপর। দুই শিক্ষকের অবহেলাতেই বিশ্বাস জি-র প্রাণ গেছে বলে দাবি করে সোচ্চার হন তাঁরা। শিক্ষকদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবিতে কলেজের সামনে ধর্নাও শুরু করেন অনেকে। এই অবস্থায় কলেজ কড়া পদক্ষেপ নেওয়া হবে বলে আশ্বস্ত করায় অবশেষে ধর্না উঠে যায়।

Share
Published by
News Desk