National

ধনী পরিবার থেকে মেয়ের সম্বন্ধ পেতে এ কি করলেন বাবা

মেয়ের ভাল পরিবারে বিয়ে হবে। সে স্বাচ্ছন্দ্যে জীবন কাটাবে। এ সব বাবা মাই চান। কিন্তু বড়লোক পরিবার থেকে সম্বন্ধ পেতে কোনও বাবা এমনটাও করতে পারেন?

Published by
News Desk

মেয়ের জন্য বড়লোক পরিবার থেকে সম্বন্ধ পেতে মেয়ের বাবা যে এতদূর যেতে পারেন তা অনেকেরই কল্পনার বাইরে। বড়লোক পরিবার বলতে যে পরিবারের বাৎসরিক টার্নওভার কমপক্ষে ২০০ কোটি হবে।

তেমন ধনী পরিবার থেকেই মেয়ের জন্য সম্বন্ধ চাইছিলেন এক পাত্রীর বাবা। সেজন্য তিনি কি করেছেন তা এবার তাঁর এক্স হ্যান্ডলে জানালেন ওই পাত্রীর এক বান্ধবী। আর তাতেই হইচই পড়ে গেছে।

ওই তরুণীর দাবি, তাঁর বান্ধবীর বাবা মেয়ের জন্য অতি ধনী পরিবার থেকে সম্বন্ধ চাইছিলেন। সেজন্য তিনি একটি এজেন্সির সঙ্গে যোগাযোগ করেন। আর এমন পরিবার থেকেই যাতে তাঁর মেয়ের জন্য সম্বন্ধ আসে সেজন্য ওই এজেন্সিকে ৩ লক্ষ টাকাও দেন।

এমনই দাবি করেছেন ওই তরুণী। ৩ লক্ষ টাকার বিনিময়ে বাবা চেয়েছেন তাঁর মেয়ের জন্য যেন কমপক্ষে ২০০ কোটির টার্নওভার থাকা পরিবার থেকেই সম্বন্ধে আসে।

সব বাবাই চান মেয়ের সচ্ছল পরিবারে বিয়ে হোক। সে ভাল থাকুক। অর্থাভাব যেন না থাকে। তা নিশ্চিত করতে ওই ব্যক্তি যে অর্থ ব্যয় করেছেন তাতে কিন্তু অধিকাংশ নেটিজেনই সমর্থন জানিয়েছেন।

বিষয়টি অবাক করলেও কারও কারও মতে এই ঘটনাটি সামনে এসেছে তাই, এমনটা অনেক বাবা মা-ই করে থাকেন। যাতে তাঁদের মেয়ের সম্বন্ধ ধনী পরিবার থেকে আসে। মিশকা রাণা নামে ওই তরুণীর এক্স হ্যান্ডলে এই পোস্টে ২ লক্ষের মত ভিউ হয়েছে।

Share
Published by
News Desk