কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে প্রকৃতি, প্রতীকী ছবি
তখন ১৯৮৭ সাল। এই সবুজ ঘেরা রাজ্যে জঙ্গল ছিল ১৭ হাজার ৪৭৫ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে। ২০২১ সালে সেটাই কমে দাঁড়ায় ১৬ হাজার ৫৯৮ বর্গ কিলোমিটারে। ৮৭৭ বর্গ কিলোমিটার জঙ্গল উধাও হয়ে যায় এই ৩৪ বছরে।
সবুজ অরণ্য এভাবে উধাও হয়ে যায় চোখের সামনে। আর তা হয় পোস্তর জন্য। পোস্ত চাষের দিকেই আঙুল তুলেছেন এ রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, জঙ্গলের এক একটা অংশ দখল করে সেখানে পোস্ত চাষ শুরু হয়।
জঙ্গল কেটে সাফ করে সেই জমি পোস্ত চাষের জন্য ব্যবহার হতে থাকে। বেআইনিভাবে এই কাজ চলতে থাকে। মণিপুরের অরণ্য থেকে পোস্ত চাষের জন্য দখল করা জমির বেআইনি দখলদারকে উচ্ছেদ করার প্রক্রিয়া ২০১৭ সালেই বড় লাফ দেয়।
২৯১ জন দখলদারকে হটিয়ে দেওয়া হয়। বেআইনি পোস্ত চাষ বন্ধ করে দেওয়া হয়। এভাবে ক্রমে পোস্ত চাষের জন্য দখল করা জঙ্গল থেকে উচ্ছেদ চলতে থাকে।
মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিংয়ের এই দাবি রীতিমত হইচই ফেলে দিয়েছে। তাঁর দাবি তিনি উদ্যোগ নিয়ে এই পোস্ত চাষ বন্ধ করছেন। ফেরাচ্ছেন জঙ্গলকে।
এর আগে মণিপুরে নতুন ৯৯৬টি গ্রাম তৈরি হয়েছে বলে তোলপাড় ফেলে দিয়েছিলেন এন বিরেন সিং। দাবি করেছিলেন মায়ানমার থেকে উদ্বাস্তুরা এসে নতুন গ্রাম বানিয়ে নিচ্ছে মণিপুরের জমিতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…