বারাণসী, ফাইল ছবি
নদীর ওপর নৌকা চড়ে অনেকেই ভেসে পড়েন। কেউ যান কাজে, কেউ নিছক নদীতে ঘুরতে, কেউ আবার খেয়া পার করে নদীর অন্য তীরে যান নিজের প্রয়োজনে। নদীর একাংশে আবার নৌকায় চড়ে ভ্রমণ পর্যটনের অঙ্গ, নদী তীরের শহরটাকে চেনারও একটা উপায়।
তাই বহু মানুষ এখানে বেড়াতে এলে অবশ্যই নৌকায় ভেসে পড়েন গঙ্গার বুকে। সারাদিনের প্রায় সব সময়ই চলে বোটিং। বাদ কেবল থাকে রাতটা। কিন্তু এবার থেকে বারাণসীর ধার ধরে বয়ে যাওয়া গঙ্গার বুকে ভেসে পড়া আর যখন তখন হবেনা।
যাঁরা একটু দেরিতে ঘুম থেকে উঠতে পছন্দ করেন, তাঁদের নৌকা ভ্রমণ ও জলে ভেসে বারাণসীর গঙ্গার ধার ধরে সারিবদ্ধ ঘাট চাক্ষুষ করার বিরল অভিজ্ঞতা থেকে বঞ্চিতই থাকতে হবে। কারণ সকাল সাড়ে ৮টার পর আর বারাণসীতে গঙ্গায় নৌকা ভ্রমণ করা যাবেনা।
বিষয়টিতে নজর রাখবে জল পুলিশ। যদি ওই সময়ের পর কোনও নৌকাকে জলে ভাসতে দেখা যায়, তাহলে তাদের লাইসেন্স বাতিল করা হবে। তাদের বড় ধরনের শাস্তির মুখেও পড়তে হবে।
বারাণসীর গঙ্গায় মে ও জুন মাসে ডুবে যাওয়ার ঘটনা সবচেয়ে বেশি ঘটে। তাই এ সময়ে সকাল সাড়ে ৮টার পর আর নৌকায় ভ্রমণ করতে দেওয়া হবেনা সাধারণ মানুষকে।
সাড়ে ৮টা বাজলেই বারাণসীর ঘাটগুলির ধারে মাইক নিয়ে হেঁকে সকলকে সতর্কও করবে প্রশাসন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
মীন রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল অনুযায়ী প্ল্যানিং করুন আজ কি কি করনীয়…
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…