National

তির ধনুকে চেপে শূন্যে ভেসে রোমহর্ষক অভিজ্ঞতার জন্য তৈরি দেশবাসী

এ এক অকল্পনীয় অভিজ্ঞতা হতে চলেছে। যা সেই মানুষটির জীবনের একটি না ভোলা অধ্যায় হয়ে থেকে যাবে। অন্য দেশে নয়, এদেশেই পাবেন সে সুযোগ।

Published by
News Desk

মানুষের জীবনে এমন কয়েকটি অভিজ্ঞতা হয় যা তাঁরা সারাজীবনেও ভুলতে পারেননা। এমনই একটি অভিজ্ঞতা হতে চলেছে একটি জলপ্রপাত দেখা। তিনি জীবনে যদি নায়াগ্রাও দেখে থাকেন তাহলেও ভারতের তুলসী জলপ্রপাত দেখা তাঁর কাছে একটা অধ্যায় হয়ে থেকে যেতে চলেছে।

কারণ আর পাঁচটা জলপ্রপাতের মত করে এ জলপ্রপাত দেখবেন না মানুষ। দেখবেন হাওয়ায় ভেসে। উপর থেকে পায়ের নিচে দেখবেন জলপ্রপাত। যা অনেক নিচে আছড়ে পড়ছে। আর সেটা সম্ভব হবে তির ধনুকে চেপে।

ফের অবাক হতে পারেন এটা পড়ে। তবে এটাই সত্যি। তির ধনুকটিও যেমন তেমন নয়, ভগবান রামের তির ধনুকের কথা মাথায় রেখেই এই তির ধনুক তৈরি করেছেন ইঞ্জিনিয়াররা।

ধনুকের কিছুটা অংশ এবং তার লেগে থাকা তিরের প্রায় পুরোটাই হাওয়ায় ভাসছে। তার উপর দিয়েই মানুষ হেঁটে যেতে পারবেন। কাচের ওপর স্কাইওয়াক। মানে একটি খাদের ধার ছাড়িয়ে যে কেউ ওই কাচের ওপর দিয়ে হেঁটে দিব্যি খাদের মাঝে পৌঁছে যেতে পারেন।

পায়ের তলায় তখন কাচ দিয়ে দেখা যাবে অনেক নিচে পৌঁছে গেছে খাদটি। সেই খাদের ধার বেয়ে নিচে নেমে যাচ্ছে তুলসী জলপ্রপাত। তার ওপরই দাঁড়িয়ে সেই শোভা চাক্ষুষ করছেন সকলে।

আমেরিকার কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়ন সহ পৃথিবীর বেশ কয়েকটি এমন দুর্গম পাহাড়ি অঞ্চলে রোমহর্ষক অভিজ্ঞতার জন্য পর্যটকদের জন্য রয়েছে এমন কাচের স্কাইওয়াক। এবার ভারতেও তেমনটা তৈরি হল।

উত্তরপ্রদেশের চিত্রকূট ফরেস্ট ডিভিশনের মার্কুন্ডি রেঞ্জে এই কাচের স্কাইওয়াক তৈরি হয়েছে। যা কিছুদিন বাদেই খুলে দেওয়া হবে সাধারণ মানুষের জন্য। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk