National

চালকদের ড্যাশবোর্ডে রাখতে হবে পরিবারের ছবি

পরিবারের সকলের ছবি এবার থেকে বাসের ড্যাশবোর্ডে সাজিয়ে রাখতে হবে বাস চালকদের। শুধু বাস চালক নয়, যে কোনও ব্যবসায়িক যানের চালকদের নির্দেশ।

Published by
News Desk

বাস চালকরা বাস চালানোর সময় বাসের ড্যাশবোর্ডে তাঁদের পরিবারের সকলের একটি গ্রুপ ফটো সাজিয়ে রাখবেন। এটাই পরিবহণ দফতর থেকে জানানো হয়েছে। আপাতত রাজ্য সরকারি বাসের চালকদের কাছে এই আবেদন পৌঁছেছে।‌ তবে তা সব ধরনের ব্যবসায়িক যানের চালকদের ক্ষেত্রেই প্রযোজ্য।

আপাতত এই আবেদন জানিয়েছে উত্তরপ্রদেশের পরিবহণ দফতর। বাস চালানোর সঙ্গে পরিবারের ছবি সামনে সাজিয়ে রাখার কি সম্পর্ক? পরিবহণ দফতর কিন্তু অনেক গভীর এক কারণকেই সামনে আনছে।

অন্ধ্রপ্রদেশ সরকার এই ব্যবস্থা চালু করেছিল সে রাজ্যে। তাদের দেখাদেখিই উত্তরপ্রদেশ সরকার সেই পথে হাঁটল। কারণ দেখা গেছে চালকদের সামনে তাঁদের পরিবারের ছবি রাখায় অন্ধ্রপ্রদেশে বাস দুর্ঘটনা কমেছে। সেটা মাথায় রেখেই এই ব্যবস্থা।

চোখের সামনে পরিবারের ছবি থাকলে বাস চালকদের মনে থাকবে যে তাঁর কোনও ক্ষতি কতটা ভয়ংকর হতে পারে তাঁর পরিবারের জন্য। তাই তাঁরা বাস চালানোর সময় প্রয়োজনীয় সতর্কতায় জোর দেবেন।

পরিবারের মুখ চেয়ে কোনও ঝুঁকিপূর্ণ চালনার পথে হাঁটবেন না চালকরা। সামনে পরিবারের ছবি তাঁদের বারবার পরিবারের কথা মনে করাবে।

এটা শুধু বাস চালক বলেই নয়, কোনও গাড়ি বা এমন কোনও ব্যবসায়িক প্রয়োজনে ব্যবহৃত পরিবহণের ক্ষেত্রেই প্রযোজ্য হবে। সব চালককেই এটা রাখতে হবে সামনে।

সড়ক দুর্ঘটনা কমাতে এই ব্যবস্থা উত্তরপ্রদেশে আগামী দিনে সড়ক দুর্ঘটনায় লাগাম দিতে পারে বলেই মনে করা হচ্ছে। এই ব্যবস্থা অন্য রাজ্যগুলিও গ্রহণ করতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk