National

শিক্ষকদের ফাঁকি রুখতে এবার অভিনব বন্দোবস্ত

ছাত্ররা ফাঁকি দিলে শিক্ষকরা তার উপযুক্ত ব্যবস্থা করেন। কিন্তু শিক্ষকরা ফাঁকি দিলে তখন কি হবে? এবার সেই ব্যবস্থাও করা হল।

Published by
News Desk

শিক্ষকরা মাঝেমধ্যেই স্কুলে আসেন না। সে জায়গায় অন্য কেউ এসে ক্লাস সামলে যান। কলেজ স্তরে অনেক সময় প্রক্সি দেওয়ার কথা শোনা যেত। এক ছাত্রের অনুপস্থিতিতে অন্য ছাত্র তার হয়ে লুকিয়ে রোল কলের সময় হাজিরা দিয়ে দিত। ধরা পড়লে শাস্তিও পেত।

কিন্তু প্রক্সি যদি শিক্ষক দেন! এই প্রচলিত ব্যবস্থা রুখতে এবার যোগী আদিত্যনাথের রাজ্যে শুরু হচ্ছে অভিনব এক ব্যবস্থা। সরকারি সব স্কুলে এবার শিক্ষকদের ফাঁকি রুখতে তাঁদের ছবি টাঙাতে নির্দেশ দিয়েছে উত্তরপ্রদেশ সরকার।

জানানো হয়েছে প্রত্যেক শিক্ষকের ছবি স্কুলে টাঙানো থাকবে। ছবির সঙ্গে তাঁর নাম, মোবাইল নম্বর, শিক্ষাগত যোগ্যতা, কোন বিষয় পড়ান সে বিষয়ের নাম, কোন ক্লাসে পড়ান সেই ক্লাস, কবে স্কুলে যোগদান করেছেন সেই তারিখ এবং যদি তিনি কোনও শিক্ষা সম্মান পেয়ে থাকেন সেই সম্মানের উল্লেখ থাকবে প্রতিটি ছবির তলায়।

ছবি ও তথ্যগুলি প্রতিটি ছাত্র ও তাদের অভিভাবকরা দেখতে পাবেন এমন জায়গায় টাঙানো হবে। যাতে অভিভাবকরাও জানতে পারেন ওই শিক্ষক ক্লাস নিয়েছেন কিনা। সেই শিক্ষকের জায়গায় অন্য কেউ সেই ক্লাস নিলে সেটাও জানা যাবে ছবি দেখে।

প্রাথমিক ও মাধ্যমিক স্কুলগুলিতে শিক্ষকরা যাতে ফাঁকি দেওয়ার রাস্তায় হাঁটতে না পারেন সে জন্যই এই স্বচ্ছতার বন্দোবস্ত বলে জানাচ্ছেন সরকারি আধিকারিকরা।

উপযুক্ত কারণ ছাড়াই স্কুলে কোনও শিক্ষক না এলে তাও সকলে জানতে পারবেন। এজন্য প্রয়োজনীয় অর্থ বরাদ্দও করা হয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk