National

প্রেমিক ও স্বামী ২ জনকেই তাঁর একসঙ্গে চাই, দাবি আদায়ে ইলেকট্রিক পোলে স্ত্রী

স্ত্রী যে লুকিয়ে অন্য এক পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন তা স্বামী জানতে পারার পর স্বামীকে এক শর্ত দেন স্ত্রী। তা নামা মানায় এক কাণ্ড করেন ওই মহিলা।

Published by
News Desk

স্বামী ও ৩ সন্তান নিয়ে তাঁর সংসার। তবে সংসার করার পাশাপাশি ৩৪ বছরের এক মহিলা আর এক পুরুষের সঙ্গেও লুকিয়ে সম্পর্ক রেখে চলছিলেন। কিন্তু কয়েক বছরে সে কথা তাঁর স্বামী জানতে পারেননি।

যখন জানতে পারলেন তখন বিষয়টিকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তাঁর ঝগড়া বাঁধে। স্ত্রী যখন দেখেন যে অন্য পুরুষের সঙ্গে তাঁর সম্পর্ক আর স্বামীর কাছে গোপন নেই, তখন তিনি অন্য শর্ত দেন।

স্ত্রী জানান, তাঁর প্রেমিকও তাঁর সঙ্গেই থাকবেন। স্বামীর মতই তিনিও এই পরিবারেই থেকে যাবেন। এমনকি স্বামীকে এটাও বলেন যে এতে সংসারের সুবিধাই হবে। কারণ তাঁর সেই প্রেমিকও সংসারের প্রয়োজনে টাকা দিতে পারবেন।

শ্রমিক হিসাবে নানা জায়গায় কাজ করে বেড়ানো স্বামী স্ত্রীর এই আর্জি মেনে নিতে পারেননি। তিনি যে তাতে রাজি নন তা সাফ জানিয়ে তিনি বাড়ি থেকে বেরিয়ে যান।

এরপরই ওই মহিলা বাড়ি থেকে বেরিয়ে সোজা চড়ে যান কাছের একটি ইলেকট্রিক পোস্টে। সকলেই ওই মহিলার কাণ্ড দেখে আতঙ্কিত হয়ে পড়েন। যে কোনও সময় তিনি তড়িতাহত হতে পারেন।

বিদ্যুৎ দফতরে খবর যায়। তারা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে অনেক বুঝিয়ে ওই মহিলাকে পোস্ট থেকে নামিয়ে আনে। প্রেমিককে স্বামী বাড়িতে রাখতে রাজি না হওয়ায় নিজের জীবন শেষ করতে যাচ্ছিলেন ওই মহিলা।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরের পিপরাইচে। সোশ্যাল মিডিয়ায় এই ছবি ও ঘটনার কথা ছড়িয়ে পড়তে সময় নেয়নি।

Share
Published by
News Desk