National

মার্চেই ৪০-এর কাছে পারদ, ৩ শহরে তাপপ্রবাহের সম্ভাবনা

চৈত্রমাস চলছে। এখনও খাতায় কলমে গ্রীষ্ম পড়তে দেরি আছে। তার আগেই ৪০ ডিগ্রি ছুঁই ছুঁই পারদ। ৩ শহরে তাপপ্রবাহের সতর্কতা জারি করল আবহাওয়া দফতর।

Published by
News Desk

আবহাওয়ার চরমপন্থি চেহারা ক্রমশ প্রকট হয়ে উঠছে। বিশ্ব উষ্ণায়ন নিয়ন্ত্রণে যে সর্বস্তরের মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি পেয়েছে এমনটা নয়। বিশ্ব উষ্ণায়নে লাগাম টানার সর্বস্তরে উদ্যোগও তেমন নেই। কিন্তু আবহাওয়া তার রুদ্র রূপকে আরও চরম আকার দিয়েই চলেছে।

এমন নয় যে চৈত্রে গরম পড়েনা। কিন্তু তা ৪০ ডিগ্রি ছুঁয়ে ফেলার পরিস্থিতি সৃষ্টি হয়না। এবার সেটাই হয়েছে। ভারতের একটা অংশ জুড়ে এখন অধিকাংশ জায়গায় ৪০ ডিগ্রির কাছে পারদ ঘোরাফেরা করছে। অসহ্য গরমে নাজেহাল মানুষজন।

এই পরিস্থিতিতে চিন্তার ভাঁজ পুরু করে জারি হল তাপপ্রবাহের সতর্কতা। মার্চ মাসেই তাপপ্রবাহের সতর্কতা জারি হওয়ায় অনেকের প্রশ্ন তাহলে গরমে কি অপেক্ষা করছে!

আবহাওয়া দফতর গুজরাটের একটা অংশ জুড়ে তাপপ্রবাহের ইঙ্গিত দিয়েছে। আমেদাবাদ, রাজকোট এবং কচ্ছ-এ তাপপ্রবাহের সম্ভাবনা রয়েছে। আমেদাবাদ, আমরেলি ও সুরেন্দ্রনগরে ইতিমধ্যেই প্রায় ৪০ ছুঁয়ে ফেলেছে পারদ।

এতো শহরের কথা। আশপাশের বিস্তীর্ণ এলাকা জুড়েই অসহ্য গরমে পুড়ছেন মানুষজন। সৌরাষ্ট্র এবং কচ্ছের জন্য তাপপ্রবাহের সতর্কতা জারি হয়েছে। আমেদাবাদে রাতের পারদও অনেক বেশি চড়া থাকবে বলেই পূর্বাভাস।

গুজরাট, রাজস্থান জুড়েই এবার মার্চ মাসে গরমের তীব্রতা লাগামছাড়া পর্যায়ে পৌঁছে গেছে। এখনও পুরো গরমকালটা বাকি। এই ২ রাজ্যের মানুষ তাই রীতিমত আতঙ্কে দিন কাটাচ্ছেন। ভারতের পশ্চিমাঞ্চলে গরম কিন্তু তীব্র আকার নিয়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk