National

স্ত্রী ও রাম রহিমকে নগ্ন অবস্থায় বিছানায় দেখেছেন, দাবি হানিপ্রীতের প্রাক্তন স্বামীর

Published by
News Desk

হানিপ্রীত ইনসান তার পালিত কন্যা। এমনটাই দাবি করেছে ধর্ষক বাবা রাম রহিম। কিন্তু হানিপ্রীতের সঙ্গে তার সম্পর্ক যে বাবা-মেয়ের ছিল না তাও বার বার বিভিন্ন জনের দাবিতে উঠে এসেছে। এবার সেই দাবির সমর্থনে মুখ খুললেন হানিপ্রীতের প্রাক্তন স্বামী বিশ্বাস গুপ্তা। সাংবাদিকদের সামনে বিশ্বাস খোলাখুলি চাঞ্চল্যকর দাবি করে বলেন, একদিন তাঁর স্ত্রী হানিপ্রীত ও রাম রহিমকে একসঙ্গে নগ্ন অবস্থায় বিছানায় দেখে ফেলেন তিনি। তিনি যে এই দৃশ্য দেখে ফেলেছেন তা বুঝতে পেরে রাম রহিম তাঁকে ভয়ও দেখায় বলে দাবি করেছেন বিশ্বাস গুপ্তা। তাঁর দাবি, এরপরই রাম রহিম তাঁকে হুমকির সুরে জানায় এই ঘটনার কথা যেন বাইরে না বার হয়।

বিশ্বাসের দাবি, একদিন বলে নয়, রাম রহিমের শ‌য্যাসঙ্গীই ছিল হানিপ্রীত। এছাড়াও তার দাবি, রাম রহিমের সঙ্গে সবসময়ে একটা বাক্সে অস্ত্র থাকত। সিরসায় ডেরা সচ্চা সৌদার গুহায় ২৮ দিন ধরে ৬ জুটিকে দিয়ে বিগ বস ধাঁচের অনুষ্ঠানও করে রাম রহিম। তিনি যে এখনও আতঙ্কে তাও এদিন স্বীকার করে নেন বিশ্বাস গুপ্তা। তাঁর দাবি, একসময়ে ডেরা থেকে প্রাণ বাঁচিয়ে পালিয়েছিলেন তিনি। কিন্তু রাম রহিম নাকি এতটাই ক্ষমতা ধরে যে জেলে বসেও তাকে মেরে ফেলার ব্যবস্থা করতে পারে।

Share
Published by
News Desk