National

রাস্তা বন্ধ করে দিল বিনামূল্যের হালিম

মুসলিমদের পবিত্র রমজান মাস শুরু হয়ে গেছে। এই রমজান মাসে বিশেষ করে রাতে একটি খাবার খেয়ে থাকেন মুসলিম ধর্মাবলম্বীরা। সেই হালিমই বন্ধ করে দিল রাস্তা।

Published by
News Desk

মুসলিম ধর্মাবলম্বীদের পবিত্র রমজান মাস চালু হয়েছে। এই সময় কঠোর নিয়ম পালনের মধ্যে দিয়ে ১ মাস কাটান তাঁরা। সারাবছরই খাওয়া গেলেও রমজান মাসে রাতে হালিম নামে একটি খাবার অবশ্যই খেয়ে থাকেন তাঁরা। একটি হোটেল থেকে রমজান মাস শুরুর প্রথম দিনেই ঘোষণা করা হয়েছিল তারা প্রতিদিন রাতে ১ ঘণ্টার জন্য বিনামূল্যে হালিম বিতরণ করবে।

এ খবর ছড়াতে সময় নেয়নি। রাতেই বিনামূল্যের হালিম পেতে হোটেলের সামনে লাফিয়ে লাফিয়ে বাড়তে থাকে ভিড়। একটা সময় এমন পরিস্থিতি সৃষ্টি হয় যে হায়দরাবাদের মালাকপেট এলাকায় ওই হোটেলের সামনে ভিড়ের ধাক্কায় হোটেলের সামনের রাস্তায় যান চলাচল স্তব্ধ হয়ে যায়।

বিনামূল্যের হালিম পেতে এমন ধাক্কাধাক্কি হুড়োহুড়ি শুরু হয় যে পদপিষ্ট হওয়ার মত পরিস্থিতি তৈরি হয়। পরিস্থিতি সম্পূর্ণ হাতের বাইরে বুঝতে পেরে পুলিশের সাহায্য চায় হোটেল কর্তৃপক্ষ।

পুলিশ এসে পরিস্থিতি সামাল দিতে ও ভিড় হঠাতে তৎপর হয়। পুলিশের চেষ্টায় ভিড় ভেঙে যায়। ক্রমে হোটেলের সামনে ফাঁকা হতে শুরু করে। রাস্তায় ফের শুরু হয় যান চলাচল।

পুলিশকে কিছু না জানিয়েই হোটেল কর্তৃপক্ষের এমন এক অবিবেচক ঘোষণার জন্য তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে পুলিশ। যানজট সৃষ্টির জন্যও হোটেল কর্তৃপক্ষকে দায়ী করে তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।

বিনামূল্যে হালিম বিতরণের যে ঘোষণা হোটেলের তরফ থেকে করা হয়েছিল, তা যে এমন কাণ্ড ঘটাবে তা হোটেল কর্তৃপক্ষও আন্দাজ করতে পারেনি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk