কৃত্রিম বুদ্ধিমত্তা নির্মিত চিত্রে বাঘ, প্রতীকী ছবি
বসন্তের হাওয়ায় এখনও আলতো ঠান্ডা গরমের মিশ্রণ। রোদ লাগলে গরম সহ্য হচ্ছেনা। আবার ছাওয়ায় হালকা ফ্যানের হাওয়াতেই দিব্যি লাগছে। তবে দেশের সব প্রান্তে তো একই আবহাওয়া নয়। তাই দক্ষিণের কেরালার তিরুবনন্তপুরম চিড়িয়াখানায় পশুপাখিদের গরমের দাপট থেকে বাঁচাতে একদম নয়া বন্দোবস্তের ব্যবস্থা করা হয়েছে।
বাঘদের গরমে মাঝে মাঝে হোস পাইপ দিয়ে স্নান করানো হত। কিন্তু এবার গরমের শুরুতেই তাদের জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। তারা এখন চাইলেই শাওয়ারে স্নান করতে পারবে।
আবার সাপদের গরমের হাত থেকে বাঁচাতে সাপ রাখার জায়গায় ফ্যানের ব্যবস্থা করা হয়েছে। ভাল্লুকদের জন্য আবার অন্য ব্যবস্থা। তাদের প্রতিদিন বিকেলে যে ফল দেওয়া হচ্ছে, তার চারধারে প্রচুর পরিমাণে বরফ ছড়িয়ে দেওয়া হচ্ছে।
পাখিদের প্রচুর আনাজ খেতে দেওয়া হত। তা এখন বদলে তাদের মেনুতে ফল প্রচুর পরিমাণে বাড়িয়ে দেওয়া হয়েছে। সব ব্যবস্থাই করা হয়েছে তাদের গরম থেকে বাঁচতে।
আবার চিড়িয়াখানায় মাংস খায় এমন যেসব প্রাণি রয়েছে, যেমন বাঘ, সিংহদের মত পশুদের এতদিন মুরগির মাংস দেওয়া হচ্ছিল। তা এখন বদলে ফেলা হয়েছে।
তাদের মুরগির মাংস বাদ গিয়েছে মেনু থেকে। বরং তার জায়গায় তাদের এখন গরুর মাংস দেওয়া হচ্ছে। এছাড়া প্রচুর পরিমাণে মাছও দেওয়া হচ্ছে যেসব প্রাণি মাছ খায় তাদের। গরম পড়তেই এই মেনু বদলে চিড়িয়াখানার খাবার কেনাকাটার খরচও বদলেছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
সে যে আদৌ কখনও জেগে উঠতে পারে সেটাই কেউ ভাবেননি। শেষবার জেগেছিল ১২ হাজার বছর…
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…