National

গোমড়া মুখে বিয়ের মাঝেই বাড়ি চলে গেল বর, কনে ছুটল অন্য জায়গায়

বিয়েটা চলছিল। তার মাঝেই হঠাৎ বরের মুখ গোমড়া হয়ে যায়। মুখ ভার করেই বিয়ের মণ্ডপ ছেড়ে চলে যান তিনি। এই দেখে কনে আবার ছোটেন অন্য জায়গায়।

Published by
News Desk

বিয়েটা ভালভাবে মিটে যাক তা বরকনের বাবা মা তো বটেই আত্মীয় পরিজন বন্ধু সকলেই চান। কিন্তু কিছু ক্ষেত্রে এমন সব ঘটনা ঘটে যায় যা কল্পনা করাও কঠিন। তেমনই একটি ঘটনা ঘটে গেল এক বিয়ের মণ্ডপে। বর সময়ে পোঁছে গিয়েছিলেন বরযাত্রী নিয়ে। বিয়েও শুরু হয়েছিল।

কিন্তু সকলে নজর করেন বরের মুখ কেমন যেন গোমড়া হয়ে আছে। তিনি যেন কোনও কারণে অসন্তুষ্ট। কি হয়েছে বরের তা বোঝার আগেই আচমকা সকলকে অবাক করে বিয়ের মাঝেই উঠে পড়েন বর। তারপর হনহন করে বিয়ের মণ্ডপ ছেড়ে বেড়িয়ে যান। বর চলে যাচ্ছেন দেখে বরযাত্রীরাও পিছু নেন।

কি হল বরের? কন্যাপক্ষের সকলেই অবাক এবং চিন্তিত। তাঁরা বরের কাছে জানার চেষ্টা করেন কি কারণে তিনি অসন্তুষ্ট। উত্তর দেন বর।

তিনি জানান তাঁর এবং বরযাত্রীদের যে সম্মান দিয়ে বিয়ের অনুষ্ঠানে স্বাগত জানানো উচিত ছিল তা করা হয়নি। তাই তাঁর অপমান বোধ হয়েছে। আর সেজন্যই তিনি বিয়ে ছেড়ে চলে যাচ্ছেন।

বর বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গেই কনে তাঁর কনের সাজেই বেরিয়ে পড়েন বাড়ি ছেড়ে। বরকে বোঝাতে নয়। তিনি সটান হাজির হন থানায়।

কর্তব্যরত পুলিশ আধিকারিক সব কথা কনের মুখে শোনার পর নিজেই একটি দল নিয়ে হাজির হন বরের বাড়িতে। সেখানে তাঁকে ও তাঁর পরিবারকে বুঝিয়ে ফের বিয়ের মণ্ডপে ফিরতে রাজি করান।

পুলিশের মধ্যস্থতায় বর ফের বিয়ে করতে ফিরে আসেন। বিয়ে হয়। সবকিছু সুন্দরভাবে মিটিয়ে দেওয়ার জন্য কনের বাবা পুলিশকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk