National

৮ মাস পর জেল থেকে ছাড়া পেল পায়রা

৮ মাস ধরে তাকে জেল জীবন কাটাতে হয়েছে। কেন তাকে এভাবে পাকড়াও করে রাখা হয়েছিল তার পিছনেও রয়েছে বিশেষ কারণ।

Published by
News Desk

সময়টা ২০২৩ সালের মে মাস। মুম্বইয়ের চেম্বুরের পির পাউ জেটি থেকে একটি পায়রাকে পাকড়াও করে আরসিএফ থানা। পুলিশ ওই পায়রার ডানা পরীক্ষা করতে গিয়ে দেখে ডানায় অচেনা ভাষায় কিছু লেখা রয়েছে। লেখাটা চিনে ভাষায় বলেই মনে হয় তাদের। যা পড়া তাদের পক্ষে সম্ভব হয়নি।

পায়রার পায়ে একটি তামা এবং একটি অ্যালুমিনিয়ামের রিংও পরানো ছিল। এমন এক চিঠি বা বার্তা নিয়ে সে ভারতে ঢোকে বলে মনে করা হয়। এটাও মনে করা হয় যে পায়রাটি আদপে চিনে গুপ্তচর পায়রা। তাই তাকে ছাড়ার প্রশ্নই উঠছে না।

পারেলের একটি পশু হাসপাতালে তার স্বাস্থ্য পরীক্ষা করার পর, পায়রাটিকে একটি আলাদা খাঁচায় আটকে রাখা হয়। সেখানেই সে বন্দি অবস্থায় দিন কাটাচ্ছিল।

বিষয়টি নিয়ে এরপর উদ্যোগী হয় পেটা। তারা পায়রাটিকে ছাড়ার আবেদন করে। এদিকে পুলিশ তদন্তের পর এই সিদ্ধান্ত এসে পৌঁছয় যে ওই পায়রাটি আদপে রেসিং পায়রা। যাকে তাইওয়ান থেকে ছাড়া হয়েছিল।

৮ মাস আগে বন্দি হওয়ার পর অবশেষে সেই গুপ্তচর সন্দেহে বন্দি পায়রা মুক্তি পেয়েছে। তাকে ছেড়ে দেওয়া হয়েছে খোলা আকাশের বুকে।

পায়রাটি আকাশের বুকে ডানা মেলতে পারার জন্য পেটা সংস্থার উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন অনেকে। তবে খাঁচায় বন্দি অবস্থায় রাখা হলেও তার দেখভাল ভাল করেই হয়েছিল। সেজন্য ওই পশু হাসপাতালকে ধন্যবাদও জানিয়েছে পেটা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk