National

কাফে কফি ডে-র মালিকের বাড়িতে আয়কর হানা

Published by
News Desk

ভিজি সিদ্ধার্থ। কাফে কফি ডে-র মালিক। ‌যাঁর এই কফির দোকানের চেন সারা ভারতের আনাচে কানাচে ছড়িয়ে আছে। তাঁর কর্ণাটকের বাসভবন সহ অন্যান্য বাড়ি ও অফিসে হানা দিলেন আইটি আধিকারিকরা। বেঙ্গালুরু, চেন্নাই, মুম্বই সহ সব অফিসেই হানা দেন তাঁরা। কর্ণাটক ও গোয়ার আয়কর দফতর যৌথভাবে এই অভিযান চালায়। আয়কর প্রদান জনিত গড়মিলের অভিযোগেই এই হানা বলে সূত্রের খবর।

প্রসঙ্গত ভিজি সিদ্ধার্থর শ্বশুরমশাই কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী এসএম কৃষ্ণা। যিনি ইউপিএ সরকারে বিদেশমন্ত্রকের দায়িত্বও সামলেছেন। ৪৬ বছর কংগ্রেসি হিসাবে কাটানোর পর তিনি হালে যোগ দিয়েছেন বিজেপিতে। তাঁর জামাইয়ের বাড়িতে আয়কর হানার ঘটনায় রীতিমত শোরগোল পড়েছে কর্ণাটকে।

Share
Published by
News Desk