
উপত্যকায় বড়সড় হামলা চালাল জঙ্গিরা। জম্মু কাশ্মীরের ত্রালে এদিন জনবহুল বাস স্ট্যান্ডে পরপর ২টি গ্রেনেড হামলা চালায় জঙ্গিরা। তারপর ভিড়ে মিশে চম্পট দেয়। পুলিশ জানিয়েছে, জঙ্গিদের আসল লক্ষ্য ছিল রাজ্যের মন্ত্রী নঈম আখতার। মন্ত্রীর কনভয় লক্ষ্য করেই হামলা চালানো হয়। যদিও মন্ত্রী অক্ষতই আছেন। আহত হয়েছেন তাঁর গাড়ির চালক।
এদিকে জনবহুল এলাকা হওয়ায় গ্রেনেড হামলায় ৩ জন সাধারণ মানুষের প্রাণ গেছে। ১২ জন গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। জঙ্গিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। গোটা এলাকা ঘিরে রেখে তল্লাশি চালাচ্ছে পুলিশ।













