National

মাইকে সংবাদপত্রকে ২ ঘণ্টা খারাপ কথা শোনাতে চান, অনুমতি চেয়ে আবেদন যুবকের

এমন অনুমতি চেয়ে আবেদন আগে কখনও হাতে এসেছে কিনা তা মনে পড়ছে না জেলা প্রশাসনের। সংবাদপত্রকে টানা ২ ঘণ্টা খারাপ কথা শোনানোর জন্য অনুমতি চাইলেন যুবক।

Published by
News Desk

তিনি সংবাদপত্রের অফিসের সামনে হাজির হয়ে সেখানে মাইক চালিয়ে টানা ২ ঘণ্টা ধরে ওই সংবাদপত্রকে কটু কথায় ভরিয়ে মুণ্ডপাত করতে চান। টানা ২ ঘণ্টা ধরে ওই সংবাদপত্র দফতরকে কটু কথা শোনাতে চান তিনি। মাইক চালিয়ে যাতে তিনি তা করতে পারেন সে জন্য প্রয়োজনীয় প্রশাসনিক অনুমতি চাইলেন এক যুবক। যুবকের নাম প্রতীক সিনহা। তিনি ওই সংবাদপত্রের ব্যুরো চিফ এবং সাংবাদিকদের মুণ্ডপাতও করবেন বলে জানান।

কেন এমন আজব আবেদন? ওই যুবকের দাবি, গত ৯ জানুয়ারি তাঁর জমিতে বুলডোজার এনে ভাঙার কাজ চালানো হয়। কেন তা করা হয় তা তাঁর জানা নেই।

এদিকে ওই ঘটনার পরই ওই সংবাদপত্রে একটি প্রতিবেদন বার হয়, যেখানে তাঁকে জমি মাফিয়া বলে উল্লেখ করা হয় বলে দাবি করেছেন প্রতীক।

তাঁর দাবি, এভাবে তাঁকে মাফিয়া বলার জন্য প্রথমে তিনি সংবাদপত্রের অফিসের সামনে মাইক নিয়ে ওই দফতরের সকলের মুণ্ডপাত করতে চান। কটু কথা বলতে চান। তারপর ওই সংবাদপত্রকে মানহানির চিঠি পাঠাতে চান।

কিন্তু এভাবে মাইক নিয়ে সংবাদপত্রের অফিসের সামনে চিৎকার করতে গেলে তো প্রশাসনিক অনুমতি প্রয়োজন। তাই তিনি অনুমতি চেয়ে সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের কাছে চিঠি পাঠিয়েছেন।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের প্রতাপগড়ে। প্রতীক সিনহাকে কি এই অনুমতি দেওয়া হয়েছে? এ বিষয়ে কিছু জানা যায়নি। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk