National

ত্রিপুরায় সাংবাদিককে অপহরণ করে খুন

Published by
News Desk

ত্রিপুরায় প্রকাশ্য রাস্তায় খুন হলেন এক সাংবাদিক। ত্রিপুরার স্থানীয় একটি টিভি চ্যানেল ‘দিনরাত’-এ কাজ করতেন শান্তনু ভৌমিক। তরুণ এই সাংবাদিক এদিন ইন্ডিজেনাস পিপলস ফ্রন্ট অফ ত্রিপুরা-র তরফে করা একটি পথ অবরোধ কভার করতে যান।

পুলিশ জানিয়েছে, মান্দাইতে কভার করাকালীন শান্তনুকে পিছন থেকে মাথায় আঘাত করা হয়। তারপর তাঁকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়। পরে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে দ্রুত আগরতলা মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর রাজ্যের তথ্যমন্ত্রী ভানুলাল সাহা হাসপাতালে হাজির হন।

Share
Published by
News Desk