National

এ কিসে চেপে খাবার নিয়ে যাচ্ছেন এক ডেলিভারি বয়, দাঁড়িয়ে গেলেন পথচারীরা

এক প্রথমসারির খাবার বাড়িতে পৌঁছে দেওয়ার অনলাইন সংস্থার ডেলিভারি বয় যাতে চেপে খাবার গন্তব্যে পৌঁছতে বার হলেন তাতে পথচারীরা বাকরুদ্ধ হয়ে গেলেন।

Published by
News Desk

এখন অনেকেই বাড়িতে খাবার আনিয়ে নেন। কারণ সুবিধা রয়েছে। এখন একাধিক অনলাইন সংস্থা রয়েছে যাদের থেকে পছন্দের দোকানের পছন্দের খাবার অর্ডার দেওয়া যায়। বাড়িতে বসেই সেই খাবার পেয়েও যাওয়া যায়। এজন্য সংস্থাগুলির বড় ভরসা ডেলিভারি বয়রা।

রাস্তায় এখন হামেশাই নজরে পড়ে কোনও সংস্থার পোশাক পরে ডেলিভারি বয়রা বাইকে চেপে খাবার ডেলিভারি করতে ছুটছেন। এটা চেনা ছবি। তাই কেউ ঘুরেও তাকান না ডেলিভারি বয়দের দিকে।

কিন্তু হায়দরাবাদের রাস্তায় এমন এক কাণ্ড ঘটল যাতে সকলে শুধু ঘুরে তাকালেন না, হতবাক হয়ে দাঁড়িয়ে পড়লেন রাস্তায়। চোখ সরাতে পারলেননা ডেলিভারি বয় ও তাঁর যানের দিকে চেয়ে।

হিট অ্যান্ড রান মামলা নিয়ে ট্রাক চালকদের ক্ষেত্রে নতুন আইন নিয়ে ক্ষোভ বিক্ষোভ চলছিল। এবার ট্রাক ধর্মঘটের জেরে অনেক পেট্রলপাম্পেই তেল নেই। থাকলেও লম্বা লাইন পড়ছে।

ডেলিভারি বয়দের বড় ভরসা তাঁদের বাইক। সেই বাইকের তেল শেষ হয়ে গিয়েছিল। নতুন করে তেল ভরার মত অবস্থাও নেই। তাই এই ডেলিভারি বয় ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়েন অর্ডার করা খাবার গন্তব্যে পৌঁছে দিতে।

রাস্তা দিয়ে পিঠে খাবারের ব্যাগ নিয়ে সংস্থার পোশাকেই তিনি উঠে বসেন ঘোড়ায়। তারপর ঘোড়ায় চড়ে পৌঁছে যান খাবার গ্রাহকের বাড়িতে পৌঁছে দিতে। প্রকাশ্য রাজপথে ঘোড়ায় চড়ে খাবার ডেলিভারির এই অদেখা দৃশ্য দেখে অনেকের পাই থমকে যায়।

Share
Published by
News Desk