
গত মঙ্গলবার থেকে সিকিম ও দার্জিলিংয়ে শুরু হয়েছে প্রবল বৃষ্টি। পাহাড়ি এলাকায় একটানা বৃষ্টি মানেই ধস। সেই ধসেই মৃত্যু হল ৬ জনের। আহত বেশ কয়েকজন। ঘটনাটি ঘটেছে সিকিমের নামচিতে। এখানে গত মঙ্গলবার রাতে ৩টি ধস নামে। যার তলায় চাপা পড়ে যান বেশ কয়েকজন মানুষ। এঁদের মধ্যে ৬ জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়। বাকিদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
এদিকে দার্জিলিংয়ের অবস্থাও এক। নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে পাহাড়ে। যা দৃষ্টিনন্দন হলেও স্থানীয় মানুষের জন্য বড় একটা সুখের হচ্ছে না। একে বন্ধের আবহ। তারমধ্যে টানা বৃষ্টিতে নাজেহাল সেখানকার মানুষজন।













