National

প্রাণ বাজি রেখে শাশুড়িকে রক্ষা করলেন বউমা

শাশুড়ি বউমার সম্পর্কটা যে খুব সুখের অধিকাংশ পরিবারেই হয়না সেটা সকলের জানা। এক্ষেত্রে কিন্তু শাশুড়ির বিপদে প্রাণ বাজি রেখে ঝাঁপিয়ে পড়লেন বউমা।

Published by
News Desk

ঘরে ঘরে কান পাতলেই শাশুড়ি বউমার মন কষাকষির কথা শুনতে পাওয়া যায়। এ একেবারে প্রচলিত সত্য যে শাশুড়ি ও বউমার সম্পর্ক মোটেও মধুর হয়না। কিন্তু এমন এক কাণ্ড গোটা দেশ দেখল যা এই সম্পর্কের প্রচলিত ব্যাখ্যাকে নস্যাৎ করে দিয়েছে।

সকালে বছর ৬০ বয়সের শাশুড়ি বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছিলেন ওষুধের দোকানে। বউমা বাড়ির কাজে ব্যস্ত ছিলেন। এমন সময় তাঁর কানে আসে গুলি চলার শব্দ।

বাইরে বেরিয়ে বউমা দেখেন বাড়ির কাছেই তাঁর শাশুড়িকে গুলি করে চম্পট দেওয়ার চেষ্টা করছে ২ আততায়ী। আর অপেক্ষা না করে তাদের পিছু ধাওয়া করেন বউমা নিভা দেবী। ধরেও ফেলেন তাদের। তারপর নানা প্যাঁচে তাদের কাবু করে ফেলেন ওই গৃহবধূ।

রাস্তা দিয়ে টানতে টানতে তাদের ২ জনকে নিয়ে আসেন বাড়িতে। সেখানে তাদের একটি ঘরে বন্ধ করে দেন। এক গৃহবধূর এমন দস্যি কাণ্ড দেখে তারিফ করার ভাষা হারিয়ে ফেলেন স্থানীয়রা।

এদিকে ২ আততায়ীকে বাড়িতে বন্ধ করে শাশুড়িকে নিয়ে দ্রুত হাসপাতালে ছোটেন নিভা দেবী। সেখানে চিকিৎসার পর শাশুড়ি কিছুটা সুস্থ হন।

শাশুড়িকে বাঁচাতে এভাবে এক গৃহবধূর ২ অস্ত্রধারীর মুখোমুখি হয়ে লড়াই করার কাহিনি এখন মুখে মুখে ঘুরছে। ঘটনাটি ঘটেছে বিহারের বেগুসরাই জেলায়।

নিভা দেবী জানিয়েছেন, তাঁর শাশুড়ি মায়ের নামে ৫ কাঠা জমি রয়েছে। সেটা হাতাতেই এভাবে তাঁর ওপর হামলা হয়েছে। তবে নিভা দেবীর এই সাহসিকতার কাহিনি কিন্তু গোটা এলাকায় রূপকথার গল্পের মত ছড়াচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk