National

দেশের ২ প্রাচীন শহরে চালু হতে চলেছে আধুনিক জল মেট্রো পরিষেবা

মেট্রো রেল সম্বন্ধে তো সকলেই জানেন। এবার সেই মেট্রো জলেও। জল মেট্রো পরিষেবা চালু হতে চলেছে দেশের ২ শহরে। ২টি আলাদা নদীর ওপর চালু হবে পরিষেবা।

Published by
News Desk

জল মেট্রো পরিষেবা কথাটা অবশ্য ভারতের জন্য নতুন নয়। এটা চলতি বছরেই এপ্রিল মাসে শোনা গিয়েছিল যখন প্রধানমন্ত্রী কেরালায় এই জল মেট্রোর সূচনা করেন। জল মেট্রো কেন নাম তার কারণ আছে। কেরালায় তা হয়েছিল সেখানকার মেট্রো কর্তৃপক্ষের তত্ত্বাবধানে।

সেখানে স্টেশন থেকে যে যানটি জলের ওপর দিয়ে ছুটবে সেটি ছিল মেট্রো রেলের ধাঁচে। এমনকি চালকের কেবিনও ছিল প্রায় একরকম দেখতে। স্টেশনেও ছিল সেই ছোঁয়া।

এবার সেই কেরালা থেকেই কলকাতায় এল বিশেষ ধরনের এই জলযান। যা দূষণ ছড়ায় না। জলের ওপর ঢেউও নামমাত্র তোলে। অথচ গতি বেশ ভাল।

কলকাতায় কেরালা থেকে ওই জল মেট্রো জলযান নিয়ে আসা হলেও তা কলকাতায় চালু হচ্ছেনা। এখান থেকে সেটি যাবে ২টি শহরে। একটি বারাণসীতে। অন্যটি অযোধ্যায়।

অযোধ্যায় আগামী ২২ জানুয়ারি রামলালা-র অভিষেক উদযাপনের সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই জল মেট্রো পরিষেবাও সেখানে চালু করার কথা। অযোধ্যার পাশ দিয়ে বয়ে গেছে সরযূ নদী। তাই এখানে সরযূর বুকে জলযানটি ভেসে বেড়াবে।

তেমনই বারাণসীতে চালু হলে সেই যান ভেসে বেড়াবে গঙ্গার বুকে। যা অবশ্যই এই আধ্যাত্মিক পর্যটনে নতুন পালক যোগ করবে। এই জলযাত্রা পর্যটকদের জন্যও একটা অন্য অনুভূতি দেবে। অযোধ্যায় গুপ্তার ঘাট থেকে নয়া ঘাট পর্যন্ত চালু হবে এই জলযান পরিষেবা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk