National

২ স্ত্রী, ৬ প্রেমিকা, ৯ সন্তান, তারপর কি হল

এক ব্যক্তির ২ স্ত্রী, ৬ প্রেমিকা ও ৯ সন্তান। তিনি আরও নানা কাজে যুক্ত। এবার কিন্তু মুশকিলে পড়লেন তিনি।

Published by
News Desk

বেশ চলছিল তাঁর। ঠকানোয় রীতিমত হাত পাকিয়ে ফেলেছিলেন তিনি। তাঁর ২ জন স্ত্রী রয়েছেন। ৬ জন প্রেমিকা রয়েছেন। সেই সঙ্গে ৯ সন্তানের জনক তিনি। সেই ৪১ বছরের অজিত মৌর্য একটি রেস্তোরাঁয় তখন বসে তাঁর ২ স্ত্রীর একজনের সঙ্গে রাতের খাবার খাচ্ছিলেন।

খাবার সময় তাঁরা কথা বলছিলেন বছরের শেষটা বিদেশে কোথায় যাবেন। তা নিয়ে ২ জনের মধ্যে তর্কও হচ্ছিল। এমনটা তো হয়েই থাকে। কিন্তু ঠিক সেই সময় স্বামীস্ত্রীর এই বেড়াতে যাওয়ার পরিকল্পনা ভেস্তে দেয় পুলিশ।

পুলিশ এসে রেস্তোরাঁ থেকেই গ্রেফতার করে ওই ব্যক্তিকে। অবশ্য একাধিক বিয়ে করা বা প্রেমিকার একাধিক সংখ্যা এমন কোনও কারণ নয়, তাঁকে গ্রেফতার করা হয় লোক ঠকিয়ে বেড়ানোর অভিযোগে।

অজিত পুলিশকে জানিয়েছেন তিনি ষষ্ঠ শ্রেণির পরীক্ষায় পাশ করেননি। তারপর আর স্কুলেও পড়েননি। কিন্তু এখন তাঁকে তাঁর ২ স্ত্রী, ৬ প্রেমিকা ও ৯ সন্তানের দায়িত্ব নিয়ে হয়। তাই তিনি লোক ঠকান। কখনও বীমার নামে, কখনও অন্য কোনও প্রকল্পের নামে।

এমনকি জাল ভারতীয় টাকা বাজারে ছড়ানোরও কাজ করে থাকেন অজিত। এভাবে নানাভাবে মানুষকে ঠকিয়ে অর্থ রোজগার করেন। একটি গোপন সূত্রের খবর তাঁর সব জারিজুরি ফাঁস করে দিল।

সেই সূত্র ধরেই পুলিশ অজিতকে গ্রেফতার করতে সক্ষম হয়। তাঁকে দিল্লির সরোজিনী নগর থেকে গ্রেফতার করে পুলিশ। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk