National

এমবিবিএস-এ ভর্তি হতে না পারায় স্ত্রীকে পুড়িয়ে মারল স্বামী

Published by
News Desk

স্ত্রী এমবিবিএস-এ ভর্তি হতে না পারায় তাঁকে পুড়িয়ে মারার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। যদিও পেশায় সফটওয়্যার ইঞ্জিনিয়ার অভিযুক্ত স্বামী রুশি কুমারের দাবি, রবিবার রাতেই তারা মেয়ের বাড়িকে জানায় যে তাঁদের মেয়ে গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করেছে। অবশ্য একথা মানতে নারাজ মৃত হরিকা কুমারের পরিবার। তাঁদের দাবি, ২৫ বছরের হরিকার ওপর শ্বশুরবাড়িতে আগেই অত্যাচার হত। বিয়ের পর থেকেই পণের জন্য বহুবার শ্বশুরবাড়িতে মারধরের শিকার হতে হয়েছে তাঁকে।

পরিবারের স্পষ্ট অভিযোগ, কোনও আত্মহত্যা নয়, তাঁদের মেয়েকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। হায়দরাবাদের রক টাউন কলোনির এই ঘটনায় মৃতার স্বামী, শ্বশুর ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

Share
Published by
News Desk