National

নেপালে হানিপ্রীত? তল্লাশি চলছে

Published by
News Desk

বাবা রাম রহিমের পালিত ‘কন্যা পাপা কি পরী’ হানিপ্রীত ইনসানের খোঁজ চালাচ্ছে হরিয়ানা পুলিশ। তার বিরুদ্ধে লুকআউট নোটিসও জারি করা হয়েছে। রাম রহিম যেদিন ধর্ষণে দোষী সাব্যস্ত হয়, সেদিন শেষবারের মত দেখা গিয়েছিল হানিপ্রীতকে। তারপর থেকে বেপাত্তা সে। এদিকে ওদিনই হরিয়ানার পাঁচকুলা, সিরসা সহ বেশ কিছু জায়গায় তাণ্ডব চালায় ধর্ষক বাবার শিষ্যরা। সেই ঘটনায় ৪৩ জনকে মোস্ট ওয়ান্টেড ঘোষণা করে তল্লাশি চালাচ্ছে হরিয়ানা পুলিশ। যে তালিকার শীর্ষে নাম রয়েছে হানিপ্রীতের।

সূত্রের খবর, এতদিন বিভিন্ন জল্পনার পর অবশেষে পুলিশ এখন অনেকটাই নিশ্চিত যে হানিপ্রীত নেপালেই গা ঢাকা দিয়ে আছে। তার খোঁজে নেপাল পুলিশের সহযোগিতাও চাওয়া হয়েছে। সাহায্যের হাত বাড়িয়ে নেপাল পুলিশও হানিপ্রীতকে খুঁজতে উঠে পড়ে লেগেছে।

Share
Published by
News Desk