National

দাউদের ভাই ইকবালকে গ্রেফতার করল পুলিশ

Published by
News Desk

আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের ভাই ইকবাল কাসকরকে গ্রেফতার করল পুলিশ। পুলিশের তরফে জানানো হয়েছে, দাদা দাউদ ইব্রাহিমের নাম করে তোলাবাজির ব়্যাকেট চালাত ইকবাল। এখন ভয় দেখানোর জন্য দাউদের নাম ব্যবহার করা হত, নাকি এর পিছনে সত্যিই ভারতের মোস্ট ওয়ান্টেডের তালিকায় জায়গা পাওয়া ডন নিজেই জড়িত তা খতিয়ে দেখছে পুলিশ।

সোমবার কাসকরকে থানে পুলিশ গ্রেফতার করে। তখন কাসকর মুম্বইতে নিজের বাড়িতেই ছিল। এর আগেও তোলাবাজির অভিযোগে ইকবালকে গ্রেফতার করেছিল পুলিশ। এবার কী তাহলে ইকবালকে গ্রেফতার করে আসলে দাউদের নাগাল পেতে চাইছে তারা? প্রশ্ন উঠছে।

Share
Published by
News Desk