National

একটি বোতামে চাপ মানেই বাস বা ক্যাবে সুরক্ষা নিশ্চিত

ব্যক্তিগত যান বাদ দিলে বাসে বা ক্যাব ছাড়া সাধারণ মানুষের যাতায়াতের উপায় নেই। সেখানে একটি বোতামে সুরক্ষা নিশ্চিত হচ্ছে দেশের ১৭ পুর এলাকায়।

Published by
News Desk

বাসে বা ক্যাবে যাতায়াত করতে গিয়ে অনেক সময় সুরক্ষা জনিত সমস্যা তৈরি হতেই পারে। বিশেষত মহিলা ও বয়স্কদের ক্ষেত্রে এ সম্ভাবনা অনেক বেশি। সেখানে তাঁদের সুরক্ষা নিশ্চিত করতে বিশেষ পদক্ষেপ প্রয়োজন ছিল। তাঁদের ফোন করতে বলা হয় পুলিশে। কিন্তু অনেক সময় সে সুযোগও মেলেনা। তখন কি উপায়?

সেকথা মাথায় রেখেই এবার আসছে প্যানিক বাটন। প্যানিক বোতাম এখন উত্তরপ্রদেশের ১৭টি পুর এলাকার বাসে লাগানো হচ্ছে। এই প্যানিক বাটনের সঙ্গে পুলিশের সরাসরি যোগাযোগ থাকবে।

মানে কেউ প্যানিক বাটন বাসে বা ক্যাবে থাকাকালীন চাপলেই পুলিশ জানতে পারবে কোন গাড়ি এবং সে গাড়ি কোথায় রয়েছে। দ্রুত সেখানে পুলিশ পৌঁছে যাবে সাহায্যের জন্য।

শুধু প্যানিক বাটনই নয়, সেখানকার প্রতিটি সরকারি বাসে সিসিটিভি লাগাচ্ছে সরকার। এছাড়া সিসিটিভি এবং প্যানিক বাটন লাগানো নিয়ে উবার ও ওলার সঙ্গেও কথা বলেছে উত্তরপ্রদেশ সরকার।

এই সুবিধা চালু হলে মহিলাদের সুরক্ষা আরও অনেকটাই নিশ্চিত হবে। তাঁরা অনেক নির্ভয়ে যাতায়াত করতে পারবেন। তাছাড়া কারও কোনও সমস্যা হলেও তিনি দ্রুত সাহায্যের জন্য ওই প্যানিক বাটনে চাপ দিতে পারবেন।

উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাস স্ট্যান্ড, ছবি – সৌজন্যে – ফ্লিকার – @Axel Drainville

পুলিশ এসে বাস বা ক্যাবে লাগানো সিসিটিভি ফুটেজ দেখেও পুরো ঘটনা জানতে পারবে। যা তাদের কাছে বোতামে চাপের আগে বা পরে ঘটা পরিস্থিতিও জানান দেবে। এই উদ্যোগ সারা দেশে ছড়িয়ে পড়লে তা আমজনতার জন্য উপকারিই হবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk