National

ফ্রিজ থেকে চকোলেট বার করতে গিয়ে নিথর হয়ে গেল শিশু

বাবার সঙ্গে সুপারমার্কেটে বাজার করতে সেও এসেছিল। এসেই চকোলেটের দিকে নজর যায় তার। তারপর যা হল তা হৃদয় বিদারক।

Published by
News Desk

বাবার হাত ধরে সেও সুপারমার্কেটে হাজির হয়েছিল। ৪ বছরের মেয়েকে সঙ্গে করে নিয়ে এসে প্রয়োজনীয় জিনিস সেলফ বা ফ্রিজ থেকে নেওয়া শুরু করেন ওই ব্যক্তি। ছোট্ট মেয়েটা বাবার পাশেপাশেই ঘুরছিল। এই সময় তার নজর যায় ফ্রিজে রাখা চকোলেটগুলোর দিকে।

৪ বছরের শিশুর যে চকোলেটের প্রতি একটা টান কাজ করবে সেটাই স্বাভাবিক। যে ফ্রিজে চকোলেটগুলি সাজানো ছিল, তার পাশের ফ্রিজ থেকেই প্রয়োজনীয় জিনিস নিচ্ছিলেন শিশুটির বাবা।

শিশুটির তো চকোলেট চাই। সে নিজেই তাই চকোলেট সাজানো ফ্রিজটির দরজা খুলে চকোলেট বার করার চেষ্টা করে। ফ্রিজের হাতল ধরে টানতে যেতেই সে আটকে যায় হাতলে। আর শরীরটা নিথর হয়ে ঝুলে যায়।

পাশের ফ্রিজ থেকে জিনিস নেওয়ার সময় সেটা নজরে পড়েনি শিশুটির বাবার। সামান্য সময়ের অপেক্ষা। তারপরই তাঁর নজর যায় সন্তানের ওই অবস্থার দিকে। তিনি দ্রুত তাকে টেনে সরিয়ে নেন ফ্রিজটি থেকে। তারপর কোলে করে ছোটেন।

যদিও বিদ্যুতের শক ততক্ষণে শিশুটির প্রাণ কেড়ে নিয়েছে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে তেলেঙ্গানা রাজ্যের একটি সুপারমার্কেটে। পুরো ঘটনাটা সিসিটিভি ক্যামেরায় ধরাও পড়েছে।

কীভাবে এমনটা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। সুপারমার্কেট কর্তৃপক্ষের গাফিলতিও খতিয়ে দেখা হচ্ছে। এমন ঘটনা ভারত বলেই নয়, গোটা বিশ্ববাসীকে নাড়িয়ে দিয়েছে। বিদেশি অনেক সংবাদমাধ্যমে এই খবর প্রকাশিত হয়েছে।

Share
Published by
News Desk