National

রাজ কাপুরের ‘আরকে স্টুডিও’-তে আগুন

Published by
News Desk

মুম্বই ফিল্ম জগতের এক অবিস্মরণীয় নাম রাজ কাপুর। সেই রাজ কাপুরের হাতে তৈরি স্টুডিও আরকে স্টুডিও। মুম্বইয়ের চেম্বুরে এই স্টুডিও শুধুই একটি স্টুডিও নয়, একটি ইতিহাস। সেখানেই এদিন দুপুরে আগুন নাগে।

সওয়া ২টো নাগাদ দমকলে খবর যায়। দ্রুত হাজির হয় দমকলের ৫টি ইঞ্জিন। আগুন ছড়ায় স্টুডিওতে রাখা বৈদ্যুতিক যন্ত্রপাতি ও সেট সাজানোর জিনিসপত্রে। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছে দমকল। আগুন লাগার কারণ এখনও অজানা। তবে কারণ খতিয়ে দেখতে পরে তদন্ত করা হবে বলে দমকলের তরফে জানানো হয়েছে।

Share
Published by
News Desk