National

যমুনায় নৌকাডুবি, মৃত ২২

Published by
News Desk

উত্তরপ্রদেশের বাগপত জেলার কথা গ্রামের কাছে মর্মান্তিক নৌকাডুবির ঘটনায় ২২ জনের মৃত্যু হল। যমুনার জলে এখন ভাল স্রোত। সেই স্রোতেই ভেসে যান তারা। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার অতিরিক্ত যাত্রী নিয়ে নদী পারাপারের সময় টাল সামলাতে না পেরে মাঝ যমুনায় উল্টে যায় নৌকাটি। স্রোতে ভেসে যান অনেকে। কিছু যাত্রী সাঁতরে পারে ওঠেন।

মোট ৬০ জন যাত্রী ছিলেন নৌকায়। যাত্রীদের অধিকাংশই ছিলেন মহিলা। ঘটনার পর এনডিআরএফ উদ্ধারকাজ শুরু করে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়ার কথা ঘোষণা করেছেন তিনি।

Share
Published by
News Desk