National

দেশে ফেরত আসছে শিবাজির বিশেষ অস্ত্র, যে কাহিনি আজও মুখে মুখে ঘোরে

দেশ থেকে তা চলে গিয়েছিল। যা ফেরত পেতে সরকারি তরফে চেষ্টাও চলছিল। অবশেষে তা ফেরত পেতে চলেছে দেশের মাটি। আসছে ছত্রপতি শিবাজির বিশেষ অস্ত্র।

Published by
News Desk

সময়টা ছিল ১৬৫৯ সাল। সে সময় মহারাষ্ট্রে ছত্রপতি শিবাজির পরাক্রম মুঘল সাম্রাজ্যেরও রাতের ঘুম কেড়ে নিয়েছিল। শিবাজির অন্যতম দুর্গ ছিল প্রতাপগড় দুর্গ। মহাবালেশ্বরের কাছে প্রতাপগড় দুর্গ দখল করতে সেই দুর্গ আক্রমণ করেন বিজাপুরের সেনাপতি আফজল খাঁ।

বিজাপুরের সেনা প্রতাপগড় আক্রমণ করার পর যুদ্ধ শুরু হয়। প্রতাপগড় দুর্গ ঘিরে রাখেন আফজল খাঁ ও তাঁর সেনারা। অবশেষে শিবাজি ও আফজল খাঁর মধ্যে সন্ধির পরিস্থিতি তৈরি হয়।

প্রতাপগড় দুর্গ থেকে বেরিয়ে কিছুটা পাহাড়ি পথ বেয়ে নিচে নেমে আফজল খাঁয়ের সঙ্গে সন্ধির কথা বলতে আসেন শিবাজি। শিবাজির মনে হয়েছিল আফজল খাঁ সন্ধির নামে তাঁকে হত্যা করতে পারেন। তাই শিবাজি তৈরি হয়েই গিয়েছিলেন।

শিবাজির আঙুলে ছিল বাঘনখ। আলিঙ্গন করতে গিয়ে আফজল খাঁকে সেই বাঘনখ দিয়ে হত্যা করেন শিবাজি। জয় হয় মারাঠা সেনার। প্রতাপগড় দুর্গের সেই লড়াই আজও অমলিন। অমলিন সেই বাঘনখের কথা।

৪টি লোহার নখের মত ধারাল ২ আঙুলে ধরে রাখা যায় এমন অস্ত্রটি শিবাজির জন্য বিখ্যাত হয়ে যায়। সেই ইতিহাসের পাতায় জায়গা পাওয়া বাঘনখ এখন ব্রিটিশদের জিম্মায় রয়েছে।

প্রশাসনিক স্তরে অনেক চেষ্টার পর অবশেষে তা ফেরত পেতে চলেছে ভারত। মহারাষ্ট্রের মন্ত্রী সুধীর মুঙ্গান্তিওয়ার জানিয়েছেন, তিনি সেপ্টেম্বরের ২৯ তারিখ ব্রিটেনে যাচ্ছেন। থাকবেন ৩ অক্টোবর পর্যন্ত। সে সময় যাবতীয় সই সাবুদ হবে। তারপর ছত্রপতি শিবাজির সেই বাঘনখ তাঁরা ব্রিটিশ মিউজিয়াম থেকে ফিরিয়ে আনবেন ভারতে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk