ফাইল : মা ক্যান্টিনে খাবার পরিবেশন, ছবি - আইএএনএস
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা ক্যান্টিন শুরু করে মাত্র ৫ টাকায় পেট ভরে খাবার খাওয়ার বন্দোবস্ত করেন। রাস্তার বিভিন্ন কোণায় এই মা ক্যান্টিন বেশ সাড়াও ফেলে। এখনও মা ক্যান্টিন হলেই লম্বা লাইন পড়ে। সেই পথেই হেঁটে কংগ্রেস ভেবেছিল ইন্দিরা রসোই। যা এতদিন কেবল শহরেই সীমাবদ্ধ ছিল।
রাজস্থানের একাধিক শহরে ইন্দিরা রসোই থেকে মাত্র ৮ টাকার বিনিময়ে পেট ভরে খাবার পেতেন যে কেউ। কিন্তু আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজস্থানে এবার আরও একধাপ এগিয়ে ভাবল কংগ্রেস। তারা ইন্দিরা রসোইকে আর শহরের মধ্যে সীমাবদ্ধ না রেখে এবার তা গ্রামেও চালু করে দিচ্ছে।
এতে গ্রামের মানুষও ৮ টাকা খরচ করলেই পেট ভরে খেতে পারবেন। আপাতত রাজস্থানের টঙ্ক জেলার নিওয়াইতে এই প্রকল্প শুরু করবেন প্রিয়াঙ্কা গান্ধী।
এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ইন্দিরা রসোই গ্রামীণ। এবার গ্রামাঞ্চলে এই প্রকল্প চালু করে আদপে সেই পাখির চোখ করা হচ্ছে ভোট ব্যাঙ্ককেই।
কিছুদিন আগেই মহিলা ভোটারদের ভোটের পালের হাওয়া নিজেদের দিকে করতে রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলৌত রাজস্থানের ২৫ লক্ষ মহিলাকে বিনামূল্যে স্মার্টফোন বিতরণ করেছেন।
এখন এই ইন্দিরা রসোই গ্রামীণ চালু করে ওই পথই মসৃণ করছে কংগ্রেস। যাতে সেই মহিলা ভোট ব্যাঙ্ক তাদের দিকে থাকে সেটা পাকা করতে চাইছে কংগ্রেস। অন্তত এমনই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞেরা। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা