National

বাবাকে চরিত্রহীন বলে অভিযোগ করে পুলিশের দ্বারস্থ তরুণী

তাঁর বাবা একজন চরিত্রহীন মানুষ। এমন কথা যে কোনও মেয়ে পুলিশের কাছে এসে বলবেন সেটাই থানার আধিকারিকরা আশা করেননি।

Published by
News Desk

বাবা আর মেয়ের সম্পর্ক যে কতটা অনুভূতিপ্রবণ হয় তা যে কোনও মেয়ে ও মেয়ের বাবার জানা। এমনিতেই কথায় বলে কন্যা সন্তানদের তার বাবার প্রতি টান বেশি থাকে। এমন একটা স্বাভাবিক ও সুন্দর সম্পর্কতেও যে দাগ লাগতে পারে তা হয়তো এই ঘটনা প্রমাণ করে দিয়ে গেল। এমন নয় যে বাবার বিরুদ্ধে এর আগে কোনও মেয়ে মুখ খোলেননি। এই ঘটনা সেই তালিকায় নতুন সংযোজন।

এক তরুণী পুলিশের কাছে হাজির হয়ে অভিযোগ জানান তাঁর বাবা একজন চরিত্রহীন মানুষ। কিছুটা অবাক হয়ে যান পুলিশ আধিকারিকরা।

ওই তরুণী জানান তাঁরা ২ ভাই, ১ বোন। তিনি লন্ডনের একটি কলেজ থেকে প্রজেক্ট ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছেন। তরুণীর অভিযোগ তাঁর বাবা প্রায় তাঁর মায়ের গায়ে হাত তোলেন। মাকে মারধর করেন। টাকা পয়সাকে কেন্দ্র করে তাঁর মাকে প্রায়ই তাঁর বাবার হাতে মার খেতে হয়।

তাঁর বাবা যে একজন চরিত্রহীন মানুষ তাও দাবি করেছেন তরুণী। অভিযোগ শোনার পর পুলিশ অভিযোগ দায়ের করেছে। ঘটনাটি ঘটেছে কানপুরের কিদওয়াই নগরে।

অভিযুক্ত রাজেন্দ্র অবস্থি পেশায় একজন কন্ট্রাক্টর। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে এফআইআর দায়ের করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।

তবে কোনও মেয়ে তাঁর বাবার বিরুদ্ধে এমন গুরুতর অভিযোগ নিয়ে পুলিশের কাছে হাজির হচ্ছেন এটা যেহেতু সচরাচর দেখা যায়না, তাই বিষয়টি নজর কেড়েছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk