National

হাজিরা জানাতে আর ‘প্রেজেন্ট প্লিজ’ নয়, বলতে হবে ‘জয় হিন্দ’

Published by
News Desk

স্কুলে শিক্ষক রোল কল করলে ছাত্রছাত্রীরা হাজিরা জানাতে প্রেজেন্ট প্লিজ বলে চেঁচিয়ে উঠল। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা সেই রীতিতে বদল আনতে চলেছে মধ্যপ্রদেশের শিবরাজ সিং চৌহানের সরকার। এবার থেকে প্রেজেন্ট প্লিজ নয়, বলতে হবে জয় হিন্দ। ১ নভেম্বর থেকে রাজ্যের প্রত্যেক স্কুলে হাজিরায় ছাত্রছাত্রীদের জয় হিন্দ বলা বাধ্যতামূলক করছে সরকার। সুকনা জেলায় পরীক্ষামূলকভাবে এই অভ্যাস চালু করা হচ্ছে ১ অক্টোবর থেকেই। ১ নভেম্বর থেকে রাজ্যের সব স্কুলে এই নিয়ম চালু হয়ে যাবে।

মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী বিজয় শা জানিয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীদের মধ্যে দেশাত্মবোধের ভাবনাকে জাগ্রত করতেই এই উদ্যোগ। তাঁর দাবি, জয় হিন্দ শব্দ বন্ধনীর কোনও জাতিভেদ হয়না। তাই ভেবেচিন্তেই এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।

Share
Published by
News Desk