National

২ সন্তানকে নিয়ে মা স্কুলে ঢুকতেই পালিয়ে গেল ছাত্র ও শিক্ষকরা

২ সন্তানকে নিয়ে মা স্কুলে প্রবেশ করল। আর ৩ জনকে দেখা মাত্র ছাত্র ও শিক্ষকরা দেদার ছুটে পালালেন স্কুল ছেড়ে।

Published by
News Desk

স্কুলে আর পাঁচটা দিনের মতই পড়াশোনা শুরু হয়েছিল। ক্লাস চলছিল। সেই সময় স্কুলে ২ সন্তানকে নিয়ে প্রবেশ করে মা। স্কুলে ঢুকে তারা স্কুলের ফাঁকা দালানে এদিক ওদিক পায়চারি করতে থাকে।

প্রথমে নজরে না পড়লেও কিছুক্ষণের মধ্যেই ৩ জন নজরে পড়ে স্কুলের পড়ুয়া থেকে শিক্ষক সকলের। দেখা মাত্রই কার্যত সকলের বুক শুকিয়ে যায়। পড়াশোনা লাটে ওঠে। দ্রুত বন দফতরে ফোন যায় স্কুল থেকে।

স্কুলটি একটি জঙ্গলের পাশেই অবস্থিত। সেই জঙ্গলে আবার ভাল্লুকের বাস। জঙ্গলে অনেক ভাল্লুক রয়েছে। সেই ভাল্লুকদেরই এক স্ত্রী ভাল্লুক তার ২ সন্তানকে নিয়ে হাজির হয়েছিল স্কুলে।

৩টি ভাল্লুককে স্কুলে পায়চারি করতে দেখে স্কুলের ছাত্র ও শিক্ষকরা পালাতে পারলে তখন বাঁচেন। বন দফতরের কর্মীরা সেখানে হাজির হয়ে ছাত্র ও শিক্ষকদের পালাবার পথ করে দেন। সেই পথে স্কুল থেকে দেদার ছুট লাগান ছাত্র ও শিক্ষকরা সকলে। স্কুলটি ঘিরে ফেলে বন দফতর।

স্কুলে ভাল্লুক ঢোকার ঘটনাটি ঘটেছে ওড়িশার নবরংপুর জেলার দাহানা এলাকার সদাশিব হাইস্কুলে। সেখানে এই ভাল্লুকদের ঢুকে পড়ার কথা ছড়িয়ে পড়তেও সময় নেয়নি।

বন দফতরের কর্মীরা স্কুল ঘিরে ভাল্লুকদের বার করে জঙ্গলে পাঠানোর কাজ শুরু করেন। তবে কোনও ঝুঁকি নিতে চায়নি স্কুল কর্তৃপক্ষ। তারা একদিনের জন্য স্কুল ছুটি বলে ঘোষণা করে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk