National

খেলা হবে তাই আগেভাগে হাসপাতালের বেড ভাড়ার পথে ফ্যানেরা

খেলা দেখার জন্য হাসপাতালের বেড তৈরি রাখছেন ফ্যানেরা। এখন থেকেই তাঁরা তৎপর যাতে হাসপাতালের বেড সুনিশ্চিত হয়। আজব কাণ্ডে হতবাক আমজনতা।

Published by
News Desk

ক্রিকেটের প্রতি ভারতীয়দের টান নতুন করে বলে রাখার অপেক্ষা রাখে না। ক্রিকেট নিয়ে ভারতে উন্মাদনা গোটা বিশ্বকে অবাক করে। আর সেই ম্যাচ যদি ভারত ও পাকিস্তানের মধ্যে হয় তাহলে উন্মাদনার পারদ সপ্তমে চড়ে।

ভারত পাক ক্রিকেট দ্বৈরথ দেখার সুযোগ তৈরি হয়েছে ভারতে বসেই। আগামী অক্টোবরে আমেদাবাদ শহরে ভারত ও পাকিস্তান বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে। সেই ম্যাচ দেখতে ইতিমধ্যেই আমেদাবাদে নাকি হাসপাতালের বেড বুকিংয়ের চেষ্টা শুরু হয়েছে।

তাহলে কি মাঠে সংঘর্ষের আঁচ পাচ্ছেন ফ্যানেরা? তা কিন্তু একেবারেই নয়। কোনও চোট, আঘাত, সংঘর্ষ কিচ্ছু নয়। কোনও হিংসা নয়। একদম অন্য কারণে হাসপাতালের বেড তৈরি রাখছেন ফ্যানেরা।

আমেদাবাদে অক্টোবরে ভারত পাক ক্রিকেট ম্যাচ। কিন্তু এখন থেকেই সেই সময়ে আমেদাবাদের সব হোটেলের সব ঘর বুক হয়ে গেছে। আমেদাবাদের যে কোনও হোটেল ওই সময়ে ঘর ভাড়া দিন পিছু দেড় লক্ষ টাকার ওপর হেঁকেছে। আর তাতেও খালি পড়ে নেই তাদের ঘর। সব বুক।

ফলে আমেদাবাদে অন্য জায়গা থেকে যাঁরা খেলা দেখতে ওই সময় হাজির হবেন তাঁদের মাথা গোঁজার জায়গা নেই। তাই মাথা গুঁজতে তাঁরা একদম নতুন পদ্ধতি গ্রহণ করেছেন।

তাঁরা হোটেলে ঘর না পেয়ে এবার হাসপাতালে বেড ভাড়া করে থাকার পথে হাঁটছেন। এমন আজব কাণ্ড খেলা দেখার জন্য এর আগে দেখা যায়নি।

এমনকি আমেদাবাদ শহর বলেই নয়, তার আশপাশে যত শহর রয়েছে, সর্বত্রই হোটেল সব বুক। ভদোদরাতে হোটেল মালিকরা ওই সময়ে হোটেল ভাড়া ৭ থেকে ৮ গুন বেশি চাইছেন। তাতেও পড়ে থাকছে না ঘর। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk