National

দেড় লক্ষের ওপর ভাড়া, তাতেও সব হোটেলের ঘর বুকড, কিন্তু কেন

এ দেশের কোনও শহরে এমন কাণ্ড এর আগে হয়নি। সব হোটেলের ঘর ভাড়া দেড় লক্ষ টাকার ওপর। তাতেও প্রায় ৩ মাস আগেই ফাঁকা ঘর নেই।

Published by
News Desk

এমন দেশে অন্য শহরের হোটেল ব্যবসায়ীরা কার্যত ঈর্ষায় পুড়ছেন। কারণ দেশের একটিমাত্র শহর হোটেল ভাড়ায় সর্বকালীন রেকর্ড তৈরি করেছে। ভারতের কোনও শহরে নামীদামী হোটেলেও ভাড়া এভাবে সব ঘরের জন্য দিনে দেড় লক্ষ টাকা পার করেনা। আর এ শহরে তো ৩ মাস আগেই সব হোটেলের ঘর বুক হয়ে গেল দেড় লক্ষ টাকার ওপর নানা অঙ্কের ভাড়া চাওয়া সত্ত্বেও। ফলে এখন যদি কেউ দেড় লক্ষ বা তার চেয়েও বেশি টাকা দিতেও চান, তাহলেও হোটেলে ঘর নেই। যদি না কেউ বুকিং বাতিল করেন।

ফলে আমেদাবাদ শহরের হোটেল ব্যবসায়ীদের মুখের চওড়া হাসি বন্ধ হওয়ার নাম নিচ্ছে না। তবে এই চাহিদা কেবল কটা দিনের জন্য।

কেন এমন হাল হল যে হোটেলগুলি যেমন খুশি টাকা চেয়েও ঘর দিয়ে উঠতে পারছেনা? কারণ বিশ্বকাপ ক্রিকেটে ভারত পাকিস্তান দ্বৈরথ।

আমেদাবাদে আগামী ১৫ অক্টোবর ভারত ও পাকিস্তান মুখোমুখি হতে চলেছে। আর ক্রিকেটে ভারত পাকিস্তান মুখোমুখি মানে তা শুধু ব্যাট বলেই আটকে থাকেনা, মাত্রা সেখানে অন্য স্তরে চড়ে যায়।

তাই ৩ মাস আগেই বিভিন্ন প্রান্তের ক্রিকেট অনুরাগীরা আমেদাবাদ শহরে ওই সময় গিয়ে থাকার জন্য হোটেলের ঘর বুক করে ফেলেছেন। মাত্রা ছাড়া চাহিদা দেখে হোটেল ব্যবসায়ীরাও ঘর ভাড়া কমপক্ষে দিনে দেড় লক্ষ টাকা করে দেন। কিন্তু তাতেও সব হোটেল ভর্তি।

এখন যাঁরা যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তাঁদের কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ মাথা গোঁজা। খেলা দেখতে গিয়ে আমেদাবাদ শহরে কোথায় রাত কাটাবেন সেটাই তাঁদের কাছে সবচেয়ে বড় প্রশ্ন। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk