National

ধোসার সঙ্গে সম্বর না দিলে কি হয় টের পেল রেস্তোরাঁ

ধোসা সারা দেশেই বেশ জনপ্রিয় একটি খাবার। সেই ধোসার সঙ্গে আবশ্যিক সঙ্গত হল সম্বর। যা না দিলে কি হয় তা একটি রেস্তোরাঁ বুঝতে পারল।

Published by
News Desk

সেদিন ছিল তাঁর জন্মদিন। পেশায় একজন আইনজীবী মণীশ পাঠক তাঁর মাকে নিয়ে রাতের খাবার খেতে একটি রেস্তোরাঁয় যান। সেখানে বসে না খেয়ে তাঁরা খাবার প্যাক করে বাড়ি আসেন। ধোসা কেনেন তাঁরা। ধোসার দাম ১৪০ টাকা। তা ওই আইনজীবী মিটিয়েও দেন।

রাতে বাড়ি ফিরে ধোসা খাওয়ার জন্য প্যাক খুলে তাঁরা দেখেন ধোসার সঙ্গে সম্বর দেওয়ার কথা থাকলেও দোকান তা দেয়নি। প্রসঙ্গত দক্ষিণ ভারতীয় খাবার ধোসার সঙ্গে সম্বর নামে একটি ডাল এবং তার সঙ্গে নারকেলের চাটনি দেওয়া হয়। এই সম্বর ও চাটনি ছাড়া ধোসা বলেই নয়, ইডলি বা বড়াও খাওয়া যায়না। এ এক আবশ্যিক সঙ্গত।

সেদিন রাত হয়ে যাওয়ায় পরদিন সকালে মণীশ ওই দোকানে হাজির হন। দোকানের মালিককে বিষয়টি জানান। জিজ্ঞেস করেন কেন ধোসার সঙ্গে সম্বর দেওয়া হল না।

উত্তরে মণীশের দাবি তাঁর সঙ্গে খারাপ ব্যবহারই করেন দোকানদার। মণীশকে বলেন, ১৪০ টাকা দিয়ে তিনি পুরো দোকানটাই কিনে নিয়ে যাবেন নাকি?

এরপর আর সময় নষ্ট না করে এই অভিযোগ নিয়ে মণীশ হাজির হন ক্রেতা সুরক্ষা কমিশনের কাছে। সেখানে ১১ মাস ধরে বিচারপর্ব চলার পর অবশেষে সুবিচার পান মণীশ।

কমিশনের তরফ থেকে ওই দোকানের বিরুদ্ধে পদক্ষেপ করা হয়। দোকানের বিরুদ্ধে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এই ফয়সালায় খুশি মণীশ পাঠক। ঘটনাটি ঘটেছে বিহারের বক্সার জেলার গোলা মার্কেট এলাকায়। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk