টমেটো, ফাইল ছবি
বাজারে সবজি বিক্রেতার সংখ্যা কম হয়না। তাঁদের অনেকেই টমেটোও বিক্রি করেন। টমেটো বিক্রেতাদের মুখে টমেটোর দাম শুনে এখন অনেকেই টমেটো চোখের দেখা দেখে বা হাতে তুলে নেড়েচেড়ে বাড়ি ফিরছেন। থলেতে টমেটো আর থাকছে না। কেউ আবার নেহাতই কিনতে হবে ভেবে একটা দুটো কিনে ফিরছেন।
এদিকে দামের ঝাঁঝের জেরে ক্রেতারা অনেক সময় মেজাজ হারাচ্ছেন। বিক্রেতাদের সঙ্গে লেগে যাচ্ছে ঝগড়া। এমনকি এক বিক্রেতার দাবি, টমেটো কিনতে আসা ক্রেতাদের বেশ কয়েকজন নাকি মারমুখীও হয়ে উঠেছেন কয়েকদিনে। তাই নিজের সুরক্ষা নিয়ে বেজায় চিন্তায় তিনি এক পদক্ষেপ করেছেন।
এই টমেটো বিক্রেতা এখন বাজারে দোকান খুলছেন পাশে বাউন্সার নিয়ে। ব্যক্তিগত সুরক্ষা থেকে ক্লাবে, রেস্তোরাঁয়, পাব-এ কোনও বেয়াদবি দেখলে এই পেশীবহুল শক্তিশালী বাউন্সাররা ব্যবস্থা নেন। যাতে পরিস্থিতি হাতের বাইরে না যায়।
কিন্তু বাজারে দোকান দেওয়া এক বিক্রেতাও যে নিজের সুরক্ষার জন্য বাউন্সার নিয়োগ করতে পারেন তা বোধহয় এই প্রথম দেখল ভারত।
বারাণসীর এক সবজি বিক্রেতা অজয় ফৌজি জানিয়েছেন, বাজারে টমেটো কিনতে এসে বেশ কয়েকজন ক্রেতা তাঁর দোকানে এসে খারাপ ভাষা প্রয়োগ থেকে মারমুখী পর্যন্ত হয়ে উঠছেন। তিনি দোকানে কোনও অশান্তি চান না।
তাই নিজের সুরক্ষা সুনিশ্চিত করতে অজয় বাউন্সার নিয়োগ করতে বাধ্য হয়েছেন। প্রসঙ্গত এখন অনেক বাজারেই টমেটো ১৮০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা
যে বয়স পর্যন্ত বিশ্বের অধিকাংশ মানুষ পৌঁছতে পারেননা। যাঁরা পৌঁছন তাঁদেরও একটা বড় অংশ ঘরের…
মানুষ টানা হাঁটতে পারেন। তা বলে রোবট? সেটাই কিন্তু হল। ঘরের মধ্যে কয়েক পা হাঁটা…
অবশ্যই এক বড় প্রাপ্তি। এই পশ্চিমবঙ্গের জঙ্গলেই দেখা মিলল অতি বিরল প্রজাতির এক হরিণের। যার…
এই রাজ্যকে ঘুমন্ত রাজ্য বলা হয়। এর পিছনে রয়েছে বিশেষ কারণ। যা জানার পর এটা…
মেষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…
বৃষ রাশির আজকের দিনটা কেমন কাটতে চলেছে, রাশিফল ও দৈনিক সময়সূচী অনুযায়ী প্ল্যানিং করুন আজ…