National

বলি দেওয়া ছাগলের প্রতিশোধ? মৃত ছাগল কাড়ল বলি দাতার প্রাণ

এ কি তবে ছাগলের প্রতিশোধ! এক ব্যক্তি একটি ছাগল বলি দেন। পরে সেই ছাগলই প্রাণ কেড়ে নিল ওই ব্যক্তির।

Published by
News Desk

তিনি মানত করেছিলেন। ইচ্ছাপূরণের জন্য মানত এক প্রচলিত বিশ্বাস। পরে মানত রক্ষা করতে একটি মন্দিরে গিয়ে ছাগল বলি দেন এক প্রৌঢ়। অন্য কেউ নন, তিনি নিজে হাতেই ছাগলটির বলি দেন। তারপর প্রথা মেনে উৎসর্গ করা ছাগলটির মাংস রান্না করা হয়।

সেই রান্না করা মাংস অনেককে ডেকে খাওয়ান ওই ব্যক্তি। নিজেও সকলের সঙ্গে খেতে বসেন। খাওয়া শুরু হয়। সবাই পাতে পড়া মাংসের টুকরোতে কামড় বসাতে থাকেন।

গ্রামবাসীদের সঙ্গে করে বাগর সাই নামে বছর ৫০-এর ওই প্রৌঢ় বেশ তারিয়েই উপভোগ করছিলেন রান্না। তাঁর পাতে পড়া একটি মাংসের টুকরো তিনি মুখে পুরে দেন। তারপর সেটি গিলতে গিয়েই হয় বিপত্তি। সেই টুকরো যায় তাঁর গলায় আটকে।

অনেক চেষ্টা করেও সেই টুকরো আর গলার নালী থেকে বার করা যায়নি। এদিকে ক্রমে তাঁর শ্বাসকষ্ট শুরু হয়। দেরি না করে দ্রুত ওই ব্যক্তিকে নিয়ে জেলা হাসপাতালে ছোটেন সকলে। সেখানে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা।

যে টুকরো বদর সাইয়ের গলায় আটকে গিয়েছিল তা আসলে ছিল বলি দেওয়া ছাগলটির চোখ। গ্রামের সকলে একে ছাগলের প্রতিশোধ বলেই মনে করছেন।

ঘটনাটি ঘটেছে ছত্তিসগড়ের সূরজপুর জেলার মদনপুর গ্রামে। যে ছাগলের বলি দিলেন ওই ব্যক্তি, সেই ছাগলের চোখেই তাঁর প্রাণ গেল ওই দিনেই, এটাকে অনেকেই এক ভয়ংকর প্রতিশোধ হিসাবেই দেখতে চাইছেন।

Share
Published by
News Desk