National

লাখ টাকার মালিক হল বাঁদর

হোকনা সময়টা অল্প। তবু লাখ টাকার মালিক তো হল একটি বাঁদর। এটাই বা কম কি! বাঁদরের এই লাখপতি হওয়ার কাহিনি এখন মুখে মুখে ঘুরছে।

Published by
News Desk

সকালে তখন রেজিস্ট্রি অফিসের সামনে যথেষ্ট ভিড়। সামনে বিশাল চত্বর। সেখানেই একটি বাইক এসে দাঁড়ায়। বাইক থেকে বেশ কিছু কাগজ নিয়ে নামেন এক ব্যক্তি।

তারপর বাইকটি সঠিক জায়গায় পার্ক করে তিনি কাছেই একটি গাছের তলায় বসে কাগজপত্র খুঁটিয়ে পরীক্ষা করছিলেন। সেই সময় একটি বাঁদর তাঁর বাইকটি যেখানে রাখা ছিল সেখানে এসে হাজির হয়।

তারপর বাইকে রাখা ব্যাগটি খুলে ফেলে। ব্যাগের মধ্যে নানা জিনিসের সঙ্গে ১ লক্ষ টাকা একটি মোড়কের মধ্যে করে রাখা ছিল। সব ছেড়ে সেই লক্ষ টাকা মোড়া প্যাকেটটিই পছন্দ হয় বাঁদরটির। সে সেটি নিয়ে নেয়।

এবার সরাফত হুসেন নামে ওই ব্যক্তির নজরে পড়ে তাঁর বাইকে বসে একটি বাঁদর তাঁর ব্যাগ ঘাঁটছে। তিনি কিছু করে ওঠার আগেই ১ লক্ষ টাকা মোড়া প্যাকেট নিয়ে বাঁদর সটান উঠে পড়ে একটি গাছে।

তাঁর ১ লক্ষ টাকার প্যাকেট নিয়ে বাঁদর পালাচ্ছে। এটা দেখে কার্যত হইচই জুড়ে দেন সরাফত। তাঁর আওয়াজে লোকজন ছুটে আসেন। তাঁরাও গাছে বসে থাকা বাঁদরটির কাছ থেকে প্যাকেটটি ফেরত নেওয়ার নানা চেষ্টা চালাতে থাকেন।

এমন করে বেশ কিছুক্ষণ কেটে যায়। কিন্তু সবে লাখপতি হওয়া বাঁদর সেই প্যাকেট কিছুতেই ফেরত দেবেনা। অবশেষে সরাফত বাঁদরটিকে ধাওয়া করে তাকে পাকড়াও করতে সমর্থ হন। বাঁদরের কাছ থেকে প্যাকেটটি নিয়ে নেন তিনি। খুলে দেখেন পুরো টাকাটাই অক্ষত আছে।

ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের রামপুরে। এলাকায় বাঁদরের উপদ্রবে ব্যতিব্যস্ত মানুষজনকে রেহাই দিতে প্রশাসনের তরফে একটি দল গঠন করা হয়েছে। যারা বাঁদরদের ধরে তাদের গভীর জঙ্গলে ছেড়ে আসবে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk