National

মদে ছাড় দিল মেট্রো, তবে মানতে হবে শর্ত

দেশের বিভিন্ন শহরে মেট্রো পরিষেবা এখন বহু যাত্রীকে অল্প সময়ে গন্তব্যে পৌঁছে দিচ্ছে। তেমনই এক মেট্রোয় এবার মদে ছাড় মিলল যাত্রীদের।

Published by
News Desk

কলকাতা দিয়ে শুরু হলেও এখন দেশের অনেক শহরেই মেট্রো পরিষেবা রয়েছে। যা বহু মানুষকে শহরের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে সহজেই পৌঁছে দিচ্ছে।

মেট্রোয় সফর যেমন আরামদায়ক, তেমনই পরিবেশ বান্ধব এই যান। সেই মেট্রো এখন অনেক শহরেই রয়েছে। যার মধ্যে একটি শহরে কিন্তু মেট্রোয় মদের বোতল নিয়ে চড়া নিষিদ্ধ ছিল।

মেট্রো চত্বরে মদ্যপান তো দূরে থাক, মদের সিল করা বোতলও নিয়ে যেতে দিত না মেট্রো কর্তৃপক্ষ। কেবলমাত্র এয়ারপোর্ট এক্সপ্রেস লাইনে সিল বন্ধ মদের বোতল নিয়ে যাতায়াত ছাড় পেত। এবার সেই দিল্লি মেট্রোর কঠোর নিয়ম শিথিল হল।

দিল্লি মেট্রোর যে কোনও লাইনে এবার থেকে কোনও যাত্রী চাইলে সঙ্গে মদের বোতল নিয়ে সফর করতে পারবেন। তবে পান করতে পারবেননা। বোতল হতে হবে সিল বন্ধ করা। তাও যত ইচ্ছে বোতল নিয়ে সফর করা যাবেনা।

একজন যাত্রী সর্বোচ্চ ২টি সিল করা মদের বোতল নিয়ে যাত্রা করতে পারবেন। দিল্লি মেট্রোর তরফে এটাও পরিস্কার করে দেওয়া হয়েছে যে মেট্রো চত্বরে কোনও বেয়াদবি সহ্য করা হবে না।

যদি দেখা যায় যে কোনও যাত্রী অ্যালকোহলের প্রভাবে কোনও অভব্যতা করছেন তাহলে কিন্তু তাঁর বিরুদ্ধে নিয়মানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে দিল্লি মেট্রো কর্তৃপক্ষ এবং সিআইএসএফ কর্তারা সম্প্রতি একটি বৈঠকের পর দিল্লি মেট্রোর সব লাইনেই সিল করা মদের বোতল নিয়ে যাত্রায় ছাড়পত্র দিয়েছে। তবে শর্তসাপেক্ষে। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk