National

গোলাপি হোয়াটসঅ্যাপ ডাউনলোড মানেই জীবনে বিপদ ডেকে আনা

হোয়াটসঅ্যাপ তো এখন স্মার্টফোন ব্যবহারকারীদের অনেকেরই জীবনের অংশে পরিণত হয়েছে। কিন্তু সেই হোয়াটসঅ্যাপের গোলাপি মানেই কিন্তু বিপদের আর এক নাম।

Published by
News Desk

বিভিন্ন সমাজ মাধ্যমে গোলাপি হোয়াটসঅ্যাপ বা হোয়াটসঅ্যাপ পিঙ্ক-এর প্রচার বেশ কিছুদিন ধরেই ঘুরছে। এই অ্যাপটিতে নাকি আরও বেশি সুযোগসুবিধা রয়েছে। অনেকেই এই বেশি সুবিধার কথা মাথায় রেখে হোয়াটসঅ্যাপ পিঙ্ক ডাউনলোড করেছেন বা করার কথা ভাবছেন।

মুম্বই পুলিশ কিন্তু এ বিষয়ে একটি সতর্কতা জারি করেছে। একেবারে লাল সতর্কতা যাকে বলা হয়। পুলিশের তরফ থেকে অ্যান্ড্রয়েড ফোন ব্যবহারকারীদের এই হোয়াটসঅ্যাপ পিঙ্ক ডাউনলোড থেকে বিরত থাকতে বলা হয়েছে।

যাঁরা এই অ্যাপ ডাউনলোড করে ফেলেছেন তাঁদের অবিলম্বে সেটি মোবাইল ফোন থেকে মুছে ফেলারও পরামর্শ দিয়েছে মুম্বই পুলিশ।

পুলিশের তরফে জানানো হয়েছে এই অ্যাপটি আদপে এক ধরনের সাইবার জালিয়াতির উপায়। যিনি ফোনে এই অ্যাপ ডাউনলোড করছেন তাঁর ফোন হ্যাক হওয়ার সম্ভাবনা বেড়ে যাচ্ছে।

মোবাইলে থাকা ফোন নম্বর, ছবি, অন্যান্য তথ্য হাতে চলে যাচ্ছে জালিয়াতদের। এমনকি ওই অ্যাপ ডাউনলোড করা থাকলে ব্যাঙ্ক ফাঁকা হওয়ার সম্ভাবনাও থেকে যাচ্ছে।

কীভাবে মোবাইল অ্যাপটি ডাউনলোড করে থাকলে দ্রুত আনইন্সটল করতে হবে তাও ট্যুইটারে জানিয়ে দিয়েছে মুম্বই পুলিশ। সেটিংস থেকে অ্যাপে ঢুকে গোলাপি লোগোর হোয়াটসঅ্যাপটিকে বেছে আনইন্সটল করে দিতে পরামর্শ দিয়েছে তারা।

প্রযুক্তি যত এগোচ্ছে ততই এমন প্রযুক্তিকে হাতিয়ার করে জালিয়াতিও বেড়ে চলেছে। যার শিকার হন অনেকেই। — সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা

Share
Published by
News Desk